Leo Varadkar Resigns latest:পদত্যাগ করলেন আয়ারল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত PM লিও ভরদকার, ভোটের আগে আচমকা ইস্তফা

ভোটের আগেই ইস্তফা দিলেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভরদকার। সেদেশে ভারতীয় বংশোদ্ভূত এই নেতার আমচকা পদত্যাগ ঘিরে জল্পনা চরমে। জল্পনা আরও উস্কানি পেয়েছে, পদত্যাগের পর ভরদকারের বক্তব্য ঘিরে। প্রসঙ্গত, ভরদকারের বাবা ভারতীয় বংশোদ্ভূত এক চিকিৎসক। তাঁর মা পেশাগতভাবে নার্স। ভরদকারের মা আয়ারল্যান্ডের বাসিন্দা। পরিচিতিগতভাবে ভারতীয় বংশোদ্ভূত ভরদকার কেন পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত আচমকা নিলেন? সেই প্রশ্ন যেতেই তার উত্তর দিয়েছেন তিনি।

৪৫ বছর বয়সী ভরদকার আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী পদে প্রথমবার বসেন ২০১৭ সালে। ব্যক্তিগতভাবে তিনি খোলাখুলিভাবেই জানিয়েছেন যে তিনি সমকামী। এদিকে, আজ আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ভরদকার বলেন, ‘কোনও নির্দিষ্ট পরিকল্পনা নেই ব্যক্তিগত বা রাজনৈতিকভাবে।’ ফলত কোন ভাবনা থেকে তিনি পদত্যাগ করেছেন, তা নিয়ে রয়েছে জল্পনা। উল্লেখ্য, পদত্যাগের সময় ভরদকার বেশ কিছুটা আবেগঘন হয়ে পড়েন, এমনই দাবি বহু মিডিয়া রিপোর্টের। তিনি বলছেন, ‘আমার মাথায় আপাতত কোনও কিছুর ভাবনা ঘুরছে না।’ দেশের প্রধানমন্ত্রীর পদ থেকে আচমকা ইস্তফা ও এমন বক্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে আয়ারল্যান্ডে। উল্লেখ্য, ২০১৭ সালে ভরদকার প্রথমবার সমকামী প্রধানমন্ত্রী হিসাবে উঠে আসেন। এককালের গোঁড়া ক্যাথোলিক আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসাবে উঠে আসেন ভরদকার।

( NEET PG 2024 exam Date: এগিয়ে এল ২০২৪ নিট পিজি পরীক্ষা! ডাক্তারির স্নাতোকোত্তরের এন্ট্রান্স কবে? ফলাফল প্রকাশ কবে নাগাদ?)

(ফস্কে গেল হাত! বাবার কোল থেকে শপিং মল-এ প্রায় তিন তলা থেকে পড়ে গেল শিশু! মুহূর্তে মৃত্যু )

লিও ভরদকারের পরিচিতি

১৯৭৯ সালের ১৮ জানুয়ারি আয়ারল্যান্ডের ডাবলিনে জন্ম হয় লিও ভরদাকারের। আয়ারল্যান্ডে বেড়ে ওঠেন ভরদকার। তাঁর বাবা পেশায় ডাক্তার। মা পেশায় ছিলেন নার্স। ভারতীয় বংশোদ্ভূত লিওর বাবা ছিলেন ভারতীয়। মা স্থানীয় আয়ারল্যান্ডবাসী। ডাবলিনের ক্যাসেলনকে বেড়ে ওঠেন লিও ভরদকার। আয়ারল্যান্ডের এই প্রাক্তন প্রধানমন্ত্রী নিজেও পেশায় চিকিৎসক। গ্র্যাজুয়েশনের পর চিকিৎসক হিসাবে তিনি প্র্যাকটিস করতেন। তবে একইসঙ্গে তিনি রাজনীতিতে পা রাখতে শুরু করেন। ধীরে ধীরে আয়ারল্যান্ডের রাজনীতিতে এক ভারতীয় চিকিৎসকের ছেলে লিও ভরদকার একটি তাবড় নাম হয়ে ওঠেন। নিজের সমকামিতার কথা তিনি খোলাখোলি বলতে থাকেন। তিনিই আয়ারল্যান্ডের প্রথম প্রধানমন্ত্রী যিনি খোলাখুলি নিজের সমকামিতার কথা জানিয়েছেন। ২০০৭ সালে তিনি ভোটে ডাবলিনের পশ্চিম ফাইন গেল থেকে নির্বাচনে জয় লাভ করেন।