CAA-NRC: এনআরসি হলে যদি বাংলাদেশে তাড়িয়ে দেয়, ‘আতঙ্কে আত্মহত্যা’ কলকাতার যুবকের, মোদীকে নিশানা তৃণমূলের

গোটা দেশজুড়ে লাগু হয়েছে সিএএ। তবে তৃণমূল প্রথম থেকেই এনিয়ে নানা প্রতিক্রিয়া জানাচ্ছিল। সিএএর প্রতিবাদে নানা কর্মসূচিও করেছে তৃণমূল। এবার সেই সর্বভারতীয় তৃণমূলের এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানে দাবি করা হচ্ছে এনআরসি হলে দেশ থেকে তাড়িয়ে দেবে এই আশঙ্কায় কলকাতার বাসিন্দা এক যুবক আত্মহত্যা করেন । এক্স হ্য়ান্ডেলে এনিয়ে দাবি করছে তৃণমূল। ওই ব্যক্তির এক মাসির ভিডিয়ো তৃণমূলের পক্ষ থেকে পোস্ট করা হয়েছে।

তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই ব্যক্তির নাম দেবাশিস সেনগুপ্ত। বারুইপুর পুলিশ জেলার সোনারপুর থানা এলাকার বাসিন্দা তিনি। তার বয়স ছিল ৩৭ বছর। তিনি নেতাজিনগর এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে।

তৃণমূলের পোস্ট করা ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, তার এক আত্মীয়া বলছেন, আমার দাদা একা থাকতেন। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। বাড়িতেই ছিল। ফাঁকা বাড়ি। সুইসাইড করেছে। এনআরসি হলে বাংলাদেশে যদি তাড়িয়ে দেয়। সেই ভয়ে থাকত। চিত্তরঞ্জন হাসপাতালে জন্ম। প্যানিক অ্যাটাক। ইউটিউবের খবর না দেখার জন্য বলতাম। সব ফেক। কিন্তু শুনত না। …

তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তীর কাছে গিয়েছিলেন পরিবারের লোকজন।

তৃণমূল এক্স হ্যান্ডেলে লিখেছে, মোদী সরকারের সিদ্ধান্তে বিরাট বিপর্যয়। দেবাশিস সেনগুপ্ত নামে নেতাজিনগরের এক বাসিন্দা আত্মহত্যা করেছেন। সোনারপুর রুরাল হাসপাতালে তাকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। সিএএ আর এনআরসির ফলে তার নাগরিকত্ব চলে যেতে এই আতঙ্কে তার বার বার প্যানিক অ্য়াটক হত। তার জেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

তৃণমূল লিখেছে, মোদীজি দেখুন ফলাফল কী হল!…

সিএএ লাগু হয়েছে। একদিকে দেশজুড়ে খুশির জোয়ার। আর অন্যদিকে অনেকেই নানা দোলাচলে ভুগছেন। সিএএ হলে কি তার পরেই এনআরসি হবে? এনিয়ে তাদের মধ্য়ে নানা অনিশ্চয়তা।

ওই যুবকের মাসি জানিয়েছেন, সিএএ যবে থেকে হয়েছে ও বলত মাসি যদি আমায় পাঠিয়ে দেয় বাংলাদেশে। আমার বার্থ সার্টিফিকেট নেই। আমার বাবা যে বাংলাদেশ থেকে এসেছিল আবার যদি সেখানে পাঠিয়ে দেয়, কিন্তু আমি তো বলতাম তোর তো সব কাগজপত্র রয়েছে। তোকে কেউ তাড়াবে না। তারপরেও সে শুনত না।

এদিকে গোটা ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়। এদিকে সিএএ নিয়ে ইতিমধ্য়েই কার্যত দ্বিধাবিভক্ত গোটা দেশ। আর এই ঘটনা যেন নতুন করে শোরগোল ফেলে দিল।