IPL 2024 rest schedule to get published in next few days tournament not to shift outside India BCCI confirms

সন্দীপ সরকার, কলকাতা: লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। কিন্তু আইপিএলের (IPL 2024) বাকি সূচি ঘোষণা করা হচ্ছে না। প্রথম দফার সূচি ঘোষণা করা হয়েছিল লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশেরও আগে। ৭ এপ্রিল পর্যন্ত সেই সূচি তৈরি করা হয়েছিল। বাকি সূচি প্রকাশ নিয়ে গড়িমসি কেন? তাহলে কি লোকসভা নির্বাচনে  নিরাপত্তার সমস্যা কারণে দেশের বাইরে চলে যেতে পারে আইপিএলের বাকি পর্ব? যেমন হয়েছিল ২০০৯ সালে?

ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) নীরবতা গোটা জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছিল। তবে শেষ পর্যন্ত স্বস্তি পেতে পারেন ভারতের ক্রিকেটপ্রেমীরা। আইপিএলের বাকি অংশ দেশের বাইরে যাচ্ছে না। হচ্ছে ভারতেই। ফলে যাঁরা মাঠে গিয়ে খেলা দেখার জন্য টিকিট কাটার পরিকল্পনা করছিলেন, তাঁরা আশ্বস্ত হতে পারেন।

ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইপিএলের প্রত্যেক মুহূর্তের আপডেট নখদর্পণে, এমনই এক ক্রিকেট প্রশাসক এবিপি আনন্দকে নিশ্চিত করে জানালেন যে, আইপিএল দেশের বাইরে যাচ্ছে না। ভারতেই হচ্ছে টুর্নামেন্টের বাকি পর্বও।

কিন্তু তাহলে বাকি সূচি প্রকাশে এত দেরি হচ্ছে কেন? লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছিল ১৬ মার্চ, শনিবার। তারপর থেকে কেটে গিয়েছে এক সপ্তাহ। ভারতীয় ক্রিরেট বোর্ডের তরফে প্রথমে বলা হয়েছিল যে, লোকসভা ভোটের সূচি ঘোষণা হওয়া না পর্যন্ত আইপিএলের বাকি পর্বের দিনক্ষণ ঘোষণা করা হবে না। লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার পরেও তাহলে এত বিলম্ব কেন?

জানা গেল, আইপিএলের বাকি অংশের সূচিও তৈরি হয়ে গিয়েছে। শুক্রবার চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের মাধ্যমে আইপিএলের সূচনা হয়েছে। সেদিন চেন্নাইয়ে ছিল আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠক। সেখানে আইপিএলের বাকি অংশের সূচিও পাশ হয়ে গিয়েছে। সব ফ্র্যাঞ্চাইজি দলকে জানিয়েও দেওয়া হয়েছে।

তবে সেই সূচি প্রকাশ করায় দেরি করা হচ্ছে কারণ, একাধিক ছোট শহরেও হবে আইপিএলের ম্যাচ। সূচি প্রকাশিত হয়ে গেলেই সেই সমস্ত শহরের প্রায় সব হোটেল বুকিং করতে শুরু করে দেবেন ক্রিকেটপ্রেমীরা। সেক্ষেত্রে হোটেল পেতে সমস্যা হবে আইপিএলের বিভিন্ন দল ও আয়োজকদের। সম্প্রচারকারী চ্যানেল ও অনলাইন স্ট্রিমিং করে যে দুই সংস্থা, তাদের বড়সড় একটা দল প্রত্যেক শহরে যাচ্ছে। তাঁদেরও ঘর পেতে সমস্যা হবে। সেই কারণে আগে দল ও আয়োজকদের জন্য প্রয়োজনীয় হোটেল ঘরের বন্দোবস্ত করে তবে সূচি জানানো হবে।

বিশ্বস্ত সূত্রের খবর, আগামী দিন দুই তিনেকের মধ্যে আইপিএলের বাকি অংশের সূচি প্রকাশ করে দেবে বোর্ড।

আরও পড়ুন: Venkatesh Iyer Exclusive: নিজের পারফরম্যান্স নয়, দলের সাফল্যই প্রধান, গম্ভীর-মন্ত্রে দীক্ষা কেকেআর অলরাউন্ডারের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও দেখুন