Avijit Ganguly: ‘তোমার বিচার হায় হায়’ বিজেপি প্রার্থী অভিজিতের বিরুদ্ধে ব্যানার মেদিনীপুরে

‘তোমার বিচার হায় হায়।’ বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এমনই পোস্টার, ব্যানারে ভরে গেল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় এলাকা। ওই এলাকাটি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। সেখানকার বিজেপি প্রার্থী হলেন অগ্নিমিত্রা পাল। তবে তমলুকের বিজেপি প্রার্থীর বিরদ্ধে এমন পোস্টারকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। কে বা কারা পোস্টার লাগালো তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এনিয়ে তৃণমূল এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে পালটা অভিযোগ তুলেছে। 

আরও পড়ুনঃ প্রচারে বেরিয়ে ইসকন মন্দিরে কীর্তনে অংশ নিলেন অভিজিৎ গাঙ্গুলি, বাজালেন খঞ্জনিও

প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে যে পোস্টার, ব্যানার লাগান হয়েছে তাতে লেখা হয়েছে, ‘বিচাররকের আসন ছেড়ে বিজেপি প্রার্থী হয়েছে। তোমার বিচার হায়  হায়।’ লোকসভার আগে এমন পোস্টারকে ঘিরে স্বাভাবিকভাবেই উত্তপ্ত হয়েছে রাজনীতি। সেক্ষেত্রে কোনও পোস্টারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কার্টুনের সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি ব্যবহার করা হয়েছে আবার কোনও কোনও পোস্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিও ব্যবহার করা হয়েছে। 

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকার সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায় একাধিক দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সেই সময় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি চলে যায়। যদিও পরে সুপ্রিম কোর্ট সেই রায় খারিজ করে দিয়েছিল। পরে মামলাটি কলকাতা হাইকোর্টে পাঠানো হয়। সেই মামলা এখনও কলকাতা হাইকোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। তবে এই নির্দেশের ফলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উপর ক্ষুব্ধ ছিলেন শিক্ষকরা। পরে তারা অভিজিতের বিরুদ্ধে তারা লিফলেটও বিলি করেন। যদিও এদিনের ব্যানারে দাবি করা সেগুলি কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত জব কার্ড হোল্ডারদের পক্ষ থেকে লাগানো হয়েছে । তবে এই ব্যানার, পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

একদিকে বিজেপি যেমন দাবি করেছে এটা তৃণমূলের কাজ, অন্যদিকে তৃণমূল পালটা দাবি করছে এটা গোষ্ঠীদ্বন্দ্বের ফল। বিজেপির দাবি,  তৃণমূল সবকিছুতেই দুর্নীতি করেছে। ভোটের আগে এরকম পোস্টার দিয়ে ভোটারদের প্রভাবিত করতে চাইছে। পালটা তৃণমূল বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তাদের বক্তব্য, গরিব মানুষের ১০০ দিনের টাকা দেয়নি বিজেপি। কাজ করা সত্ত্বেও তাদের প্রাপ্য থেকে বঞ্চিত করা করা হয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির দ্বারা প্রভাবিত হয়ে অনেক রায় দিয়েছেন।  অথচ গরিব মানুষের প্রাপ্যর জন্য কোনও পদক্ষেপ করেনি। তাই মানুষই ওঁর বিরুদ্ধে ব্যানার দিয়েছে। তবে এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলে তিনি জানিয়েছেন।