bigamy law: বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট

কোন ব্যক্তি যদি তাঁর পূর্ববর্তী স্ত্রীর জীবদ্দশায় দ্বিতীয়বার বিয়ে করেন তবে তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৪ ধারা অনুযায়ী বহুবিবাহের জন্য মামলা ও তার জন্য শাস্তি দেওয়া যেতে পারে। কিন্তু তাঁর দ্বিতীয় স্ত্রী বা তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা ও শাস্তি দেওয়া যাবে না।

বিচারপতি সুরজ গোবিন্দরাজ চিত্রদুর্গের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর আদালতে আবেদনকারীদের বিরুদ্ধে ৪৯৪ ধারার অধীনে বিচারাধীন কার্যধারা বাতিল করার সময় এই বিষয়টি স্পষ্ট করে দেন। তিনি বলেন, ওই ব্যক্তির সঙ্গে বিবাহিত মহিলার বাবা-মা এবং বোনকে মামলায় জড়িয়ে নেওয়া হয়েছে। যার প্রথম বিবাহ এখনও বিদ্যমান।

আবেদনকারীরা, চিকমাগালুর জেলার হুলুগিন্ডির বাসিন্দা। এক সরকারি হাসপাতালের নার্স (যিনি প্রথম স্ত্রী) ওই ব্যক্তি, তার দ্বিতীয় স্ত্রী এবং বন্ধুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে শুরু হওয়া মামলাকে চ্যালেঞ্জ করেছিলেন হাইকোর্টে যান ওই ব্যক্তি।

দ্বিতীয় স্ত্রীর বাবা-মা ও বোনের নামও অভিযোগে উল্লেখ করা হয়। কারণ, তারা বিয়েতে অংশ নিয়েছিল, তারা ভাল করেই জানত যে অভিযোগকারীর সঙ্গে বরের বিয়ে হতে চলছে।

আরও পড়ুন। স্ত্রী খোঁচা মারেন! অকপট রোম্যান্স নিয়ে, সংসারের অজানা কথা প্রশান্ত কিশোরের মুখে

হাইকোর্টে আবেদনকারীরা বলেন, ৪৯৪ ধারার অধীনে তাদের বিরুদ্ধে মামলা করা যাবে না কারণ এটি কেবল সেই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য যে এই অপরাধ করেছে। অভিযোগকারীর প্রথম স্ত্রী অবশ্য যুক্তি দিয়েছিলেন, যে আবেদনকারীদের অংশগ্রহণের কারণে দ্বিতীয় বিবাহ হয়েছিল, যা উক্ত আইনে অধীনে অপরাধের দিকে পরিচালিত করে।

আরও পড়ুন। যুবকের স্কুটারে বসে ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা টাকার জরিমানা

বিচারপতি গোবিন্দরাজ তাঁর রায়ে বলেন, ৪৯৪ ধারায় বলা হয়েছে, যে ব্যক্তি তাঁর স্বামী/স্ত্রীর জীবদ্দশায় বিয়ে করবে তাকে সাত বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করা হবে, তবে স্বামী বা স্ত্রী যে বিয়ে করেছে, তার বিরুদ্ধে সেই ব্যক্তির বিরুদ্ধে মামলা করার কথা বিবেচনা করা হয়েছে। বাবা, মা এবং বোন যিনি উক্ত দ্বিতীয় বিয়েতে অংশ নিয়েছিলেন বা উপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না।’