IPL 2024 DC vs KKR Preview Delhi Capitals to play against Kolkata Knight Riders at Visakhapatnam Stadium

বিশাখাপত্তনম: শুরুর দুই ম্যাচেই পরাজয়। তবে চেন্নাই সুপার কিংসকে (CSK) হারিয়ে আইপিএলে ঘুরে দাঁড়িয়েছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। অন্তত ২০২৩ সালের ভূত ঘাড় থেকে নেমেছে দিল্লি শিবিরের। গত আইপিএলে প্রথম পাঁচ ম্যাচে টানা হেরে বসেছিল ঋষভ পন্থ-হীন দিল্লি। তারপর থেকে টুর্নামেন্টে আর ঘুরে দাঁড়াতে পারেনি দিল্লি ক্যাপিটালস। যদিও চেন্নাই সুপার কিংসকে হারিয়ে এবার অন্তত সেই অভিশাপ থেকে মুক্ত হয়েছে দিল্লি শিবির।

বুধবার বিশাখাপত্তনমে দিল্লির সামনে কলকাতা নাইট রাইডার্স (DC vs KKR)। যে ম্যাচে ইদানীং দুভাগে ভাগ হয়ে যায় বাংলার ক্রিকেট মহল। কারণ, এক দল কলকাতার দল। শাহরুখ খানের কেকেআর। অন্য দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়, বাংলা তথা ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি। কেকেআরের বিরুদ্ধে সম্প্রতি বারবার অভিযোগ উঠেছে যে, বাংলার ক্রিকেটারদের থেকে মুখ ফিরিয়ে থেকেছে শাহরুখ-জুহি চাওলার দল। অন্যদিকে, সৌরভ ডিরেক্টর অফ ক্রিকেট হিসাবে দায়িত্ব নেওয়ার পর মুকেশ কুমার, অভিষেক পোড়েলের মতো বাংলার ক্রিকেটারদের দলে নিয়েছে দিল্লি। আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মুকেশের দুরন্ত বোলিং দলকে ম্যাচ জেতাতে বড় অবদানও রেখেছে।

দিল্লি শিবিরের দুশ্চিন্তা ব্যাটিং বিভাগে গভীরতার অভাব। তবে তাদের ভরসা দেবে আগের ম্যাচে নেমেই যেভাবে পৃথ্বী শ রান পেয়েছেন এবং ডেভিড ওয়ার্নার যেরকম ছন্দে রয়েছেন। কেকেআরের বিরুদ্ধে পৃথ্বীর ব্যাটিং গড় ৪৫। যা টি-টোয়েন্টি ক্রিকেটে ঈর্ষণীয়। অন্যদিকে, কেকেআরের বিরুদ্ধে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন ওয়ার্নার। ১০৭৫ রান। সর্বোচ্চ ৯৯। যা তিনি করেছিলেন ২০১৯ সালের আইপিএলে। সিএসকে-র বিরুদ্ধে আগের ম্যাচে তিন নম্বরে নেমে রান পেয়েছেন পন্থ। ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার পর মাঠে নেমে প্রথম হাফসেঞ্চুরি। এবং সেটাও তৃতীয় ম্যাচে। যে ইনিংস দেখে মুগ্ধ সৌরভও।

যদিও কেকেআরের বিরুদ্ধে পরীক্ষা বেশ কঠিন। কারণ, কেকেআরের বোলিং টুর্নামেন্টের অন্যতম সেরা। একদিকে এক্সপ্রেস গতির ফাস্টবোলার মিচেল স্টার্ক। অন্যদিকে হর্ষিত রানার মতো ডেথ ওভারে উইকেট তোলা তরুণ পেসার। সঙ্গে আন্দ্রে রাসেলের কার্যকরী মিডিয়াম পেস। স্পিন বিভাগে সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী, সূয়স শর্মা, প্রত্যেকেই ছন্দে। আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে এসেছে কেকেআর। আত্মবিশ্বাসে টগবগ করছে নাইট শিবির।

নাইটদের একমাত্র চিন্তা পাওয়ার প্লে বোলিং। ২৪ কোটি ৭৫ লক্ষ টাকার পেসার ২ ম্যাচে ৮ ওভারে একশো রান দিয়েছেন। কোনও উইকেট পাননি। নিয়মিতভাবে পাওয়ার প্লে-তে কেকেআরের বিরুদ্ধে ঝড় তুলছে বিপক্ষ দল। এখনও পর্যন্ত পাওয়ার প্লে-র ৬ ওভারে সবচেয়ে বেশি, ওভার প্রতি ১০.৭৫ রান করে খরচ করেছে কেকেআর। বুধবার কি ঘুরে দাঁড়াতে পারবেন কেকেআরের সবচেয়ে দামি ক্রিকেটার?

আরও পড়ুন: আইপিএলে আজ দিল্লি ক্যাপিটালসের ডেরায় কেকেআরের পরীক্ষা, কোথায়-কখন দেখবেন ম্যাচ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

 

 

আরও দেখুন