KKR vs DC: কার গায়ে কত জোর? দিল্লি ম্য়াচের আগে ছক্কা হাঁকানোর প্রতিযোগিতায় রিঙ্কু, রাসেল, নারাইন

<p style="text-align: justify;"><strong>বিশাখাপত্তনম:</strong> টানা দুই ম্য়াচে জয়। প্রথম ম্য়াচে ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে, দ্বিতীয় ম্য়াচে অ্যাওয়ে ম্য়াচে আরসিবির বিরুদ্ধে জয়। আত্মবিশ্বাস তুঙ্গে <a title="কলকাতা নাইট রাইডার্স" href="https://bengali.abplive.com/topic/kolkata-knight-riders" data-type="interlinkingkeywords">কলকাতা নাইট রাইডার্স</a>ের। আজ <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে আরও একবার মাঠে নামতে চলেছে <a title="শ্রেয়স আইয়ার" href="https://bengali.abplive.com/topic/shreyas-iyer" data-type="interlinkingkeywords">শ্রেয়স আইয়ার</a>ের দল। মাঠের লড়াইয়ে নামার আগে দু দলই তাঁদের প্রস্তুতি সেরেছে দারুণভাবে। তবে এরই মধ্যে নেটে ছক্কার মহড়ায় দেখা গেল রিঙ্কু সিংহ, <a title="আন্দ্রে রাসেল" href="https://bengali.abplive.com/topic/andre-russel" data-type="interlinkingkeywords">আন্দ্রে রাসেল</a> ও সুনীন নারাইনকে। রীতিমত কে কত ছক্কা হাঁকাতে পারেন, সেই প্রতিযোগিতায় নেমে পড়লেন তিন তারকা ক্রিকেটার।</p>