Earthquake: সন্ধ্যা নামতেই ফের ভূমিকম্প, এবার কাঁপল উত্তর – পূর্ব ভারত, ক্ষয়ক্ষতির আশঙ্কা

শুক্রবার সন্ধ্যায় মাধারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল অসমসহ উত্তর পূর্বের বিস্তীর্ণ এলাকা। অরুনাচল প্রদেশ লাগোয়া মিয়ারমারে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। কম্পনের তীব্রতা ছিল ৫.৫। কম্পন টের পাওয়া গিয়েছে অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড ও অসম থেকে। মাঝারি মাত্রার এই ভূমিকম্পে পার্বত্য এলাকায় কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সন্ধ্যায় মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল উত্তর ভারতের একাংশ। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল হিমাচল প্রদেশে। তার পর ২৪ ঘণ্টা কাটতে না-কাটতে ফের ৫-এর বেশি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দেশের একাংশ।