বিপুল ধনরাশির মালিক ধোনি-কোহলি, তাঁদের চুল কাটানোর খরচ কত? জানলে মাথা ঘুরে যাবে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি (Virat Kohli And MS Dhoni)। ভারতীয় দলের আইকন তাঁরা। দু’জনেই আজ কিংবদন্তি। বহু বছর একসঙ্গে জাতীয় দলের জার্সিতে খেলেছেন ধোনি-কোহলি। দু’জনের একটা বিষয়ে প্রচণ্ড মিল রয়েছে। সুযোগ পেলেই তাঁরা নিত্য়নতুন হেয়ারস্টাইলে ধরা দেন। আর এই দুই নক্ষত্রেরই হেয়ারড্রেসারের নাম আলিম হাকিম (Aalim Hakim)। দেশের সেলেব হেয়ারস্টাইলিস্ট এবার জানালেন যে, ধোনি-কোহলির চুল কাটার খরচ কত? যা শুনলে হয়তো মাথা ঘুরে যাবে। ধোনি-কোহলি দু’জনেই চলতি আইপিএলের (IPL 2024) আগে নতুন হেয়ারস্টাইলে ধরা দিয়েছেন। ধোনি ফিরেছেন তাঁর সেই অতীতের চেনা লম্বা চুলে। কোহলি ফেডেড কাটই বেছে নিয়েছেন।

আরও পড়ুন: ‘ধোনি তো কখনই…’! ফের ফোড়ন গম্ভীরের, খেলার আগেই শুরু ভয়ংকর খেলা…

সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিম বলেন, ‘দেখুন সকলেই জানেন যে, আমি চুল কাটার জন্য় কী চার্জ করে থাকি! আমার সেশন পিছু ন্য়ূনতম পারিশ্রমিক এক লক্ষ টাকা। আইপিএল আসার আগে আমরা নতুন কিছু করতে চেয়েছিলাম। নতুন পরীক্ষা-নিরীক্ষা করার জন্য় বিরাট কোহলি সবসময় আমাকে রেফারেন্স দেয়। কোহলির নতুন হেয়ারকাটে ফেডেড সাইড রয়েছে। মুলেট রয়েছে পিছনের দিকটায়। কিছুটা রঙের ব্যবহারও রয়েছে। ভুরু চেরা হয়েছে। ইন্টারনেট ভেঙে পড়েছিল ওঁর নতুন চুলের ছাঁটের ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই। সত্য়ি বলতে পাগলামির পর্যায়ে চলে গিয়েছিল। আমি যদি মাহির কথা বলি, তাহলে আমি ওকে সবসময় অন্য় আঙ্গিকে দেখি। একজন তারকা ও কুল একটা মানুষ। আমি ওকে সবসময় অনুরোধ করি যে, অ্যাড ফিল্ম শ্যুট হলে যেন, আমার ফোনেই ফটোশুট সারে। পরে যখন আমার মনে হয় তখন পোস্ট করি সোশ্য়াল মিডিয়ায়।’ 

ধোনির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১ হাজার ৪০ কোটি টাকা বলেই জানা যায়। অন্যদিকে কোহলির মোট সম্পত্তির পরিমাণ ১ হাজার ৫০ কোটি টাকা। ফলে তাঁদের কাছে এক লক্ষ টাকা দিয়ে চুল কাটানো হাতের ময়লার মতো। আর আলিমকে দিয়ে চুল কাটানো স্ট্যাটাস সিম্বলের মতোই। কারণ দেশের তাবড় সেলেবদের হেয়ারস্টাইলের দায়িত্বে রয়েছেন তিনি।

আরও পড়ুন: Indian Cricketers Characters: কেমন চরিত্র রোহিতদের!’ প্রকৃত ভদ্রলোক’ কারা? মার্কশিট দুঁদে আইপিএস অফিসারের

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)