ভোটের আগেই গুলি চলল মুর্শিদাবাদে! ২ গোষ্ঠীর সংঘর্ষে আহত ৬, সকলের তৃণমূলের লোক

লোকসভা নির্বাচনের আগে গুলি চলল মুর্শিদাবাদের খড়গ্রামে। আহত হয়েছেন কমপক্ষে ছয়জন। তাঁরা সকলেই এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থক হিসেবে পরিচিত। তবে প্রত্যক্ষভাবে ভোট সংক্রান্ত কোনও কারণে সেই ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে যা খবর মিলেছে, তাতে জমি সংক্রান্ত কারণে সাদল গ্রামের দুটি গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। সোমবার বিকেলের দিকে সেই বিবাদ চরমে ওঠে। সাদল গ্রাম পঞ্চায়েতের নদীর কাছাকাছি গুলি চলে। সেই ঘটনায় যে ছয়জন আহত হয়েছেন, তাঁরা সকলেই তৃণমূলের কর্মী-সমর্থক হিসেবে পরিচিত। ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছে পুলিশ। তবে ভোটের মুখে ভরসন্ধ্যায় গুলি চালানোর ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষত কীভাবে হাতে বন্দুক এল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, নদীর ধারে একটি জলের ট্যাঙ্ক বসানো নিয়ে দীর্ঘদিন ধরেই আহাদ শেখ এবং সারুল শেখের মধ্যে বিবাদ চলছিল। স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল সদস্য হলেন সারুল। আর তৃণমূলকর্মী হিসেবে পরিচিত আদাহ। সোমবার বিকেলের দিকে তাঁদের বিবাচ চরমে ওঠে। প্রাথমিকভাবে সারুলের পরিবারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আদাহ। ক্রমশ বাড়তে থাকে উত্তেজনা। সেই বচসার মধ্যেই চলে গুলি। বোমাবাজিরও অভিযোগ উঠেছে। 

সবমিলিয়ে ওই ঘটনায় ছয়জন আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, চারজনের শরীরের গুলি লেগেছে। বাকি দু’জনের অবশ্য গুলি লাগেনি বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রাথমিকভাবে ছয়জনকেই খড়গ্রাম ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 

আরও পড়ুন: Tea Garden: ৬০ হাজার টাকার ম্যাজিক! ঘুরছে চা বলয়ে ভোটের হাওয়া? নয়া খেলা উত্তরবঙ্গে

(বিস্তারিত পরে আসছে)