BJP MLA writes to police: রাতারাতি সরলো নিরাপত্তা, সুরক্ষা চেয়ে পুলিশকে চিঠি বিজেপি বিধায়কের

দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। দল থেকে তাঁকে বোঝানোর পরও নিজের অবস্থান থেকে এক চুলও সরেননি। অবশেষে নির্দল প্রার্থী হিসাবে লোভাসভা ভোটে দাঁড়িয়েছেন বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। এর ফল হিসাবে তাঁর নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার করা হয়েছে। তাই নিরাপত্তা চেয়ে এবার দার্জিলিং পুলিশের দ্বারস্থ হলেন বিজেপি বিধায়ক। তাঁর আশঙ্কা, তার উপর হামলা হতে পারে, তাই তিনি চিঠি লিখে পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছেন। 

শুক্রবার গভীর রাতে বিষ্ণুপ্রসাদ শর্মার কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করা হয়। তার পর দিনই পুলিশকে চিঠি লিখে নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছেন। সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বাধ্য হয়েই দার্জিলিং জেলার পুলিশ সুপারকে চিঠি লিখে নিরাপত্তাবাহিনী দেওয়ার জন্য আবেদন জানিয়েছি।’

তিনি জেলা পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করতেও চেয়েছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু উত্তরবঙ্গে রয়েছেন তাই তাঁর সঙ্গে দেখা হয়নি। তিনি সুপারের অফিসে চিঠি দিয়ে আসেন। 

আরও পড়ুন। লোকসভার আগে গোষ্ঠীকোন্দল মেটাতে মঞ্চেই দুই নেতার হাত মিলিয়ে দিলেন শতাব্দী

বিষ্ণুপ্রসাদ শর্মাকে ২০২১ সালে প্রার্থী করে বিজেপি। জয়ের পর তাঁর জন্য ‘এক্স’ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়। বিধায়ক তথা দার্জিলিয়ে নির্দল প্রার্থীর নিরাপত্তা চলে যাওয়ায় তাঁর আশঙ্কা, তাঁর উপর হামলা হতে পারে। তাই তিনি রাজ্য পুলিশের কাছ থেকে নিরাপত্তা চেয়েছেন। 

রাজ্য লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে বিষ্ণুপ্রসাদ দাবি করছিলেন ‘ভূমিপুত্র’কে প্রার্থী করা হোক দার্জিলিংয়ে। শেষ পর্যন্ত দেখা গেল রাজু বিস্তাকে প্রার্থী করা হয়েছে। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হন বিষ্ণুপ্রসাদ । তিনি জানিয়ে দেন লোকসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে তিনি লড়বেন। পাহাড়ে বিজেপি নেতারা তাঁকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তিনি মানতে চাননি। বাধ্য হয়ে গেরুয়া শিবির তাঁর সঙ্গে সম্পর্ক ত্যাগ করে। ভোটের পর তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গিয়েছে। 

তবে বিষ্ণুপ্রসাদ জানিয়েছেন তিনি লড়াই ছাড়ছেন না, সে নিরাপত্তা আসুক বা না আসুক। নিয়মিত প্রচারও করছেন। তাঁর প্রতীক ‘সেফটিপিন’। তিনি বলেন, ‘যে দল পাহাড়ে পৃথক রাজ্যের দাবি লড়াই করবে তাকেই আমি সমর্থন দেব।’

আরও পড়ুন। ‘সংস্কার চলতেই থাকবে!’ স্বপ্ন পূরণ কোন সালে?ইস্তেহার প্রকাশের দিন জানালেন মোদী

আরও পড়ুন। ‘নিলাম হলে শাহজাহানের বাড়ি আমি কিনব’, সন্দেশখালিতে বললেন শুভেন্দু, কটাক্ষ TMC-র