Half of Branded Plastic Pollution Caused By Global Brands Bengali News

Plastic Pollution By Global Brands: জলে স্থলে সর্বর্ত্র প্লাস্টিক। আর এই প্লাস্টিকের মধ্যেই আন্তর্জাতিক স্তরে বিখ্যাত সংস্থার প্লাস্টিকও নেহাত কম নয়। যার পরিচিত লব্জ হল ব্র্যান্ডেড প্লাস্টিক। এই ব্র্যান্ডেড প্লাস্টিকের জন্য দূষণ অনেকটাই গ্রাস করেছে পৃথিবীকে। আর ব্র্যান্ডেড প্লাস্টিক দূষণের বড় কারণ হল বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। এদের মধ্যে কোকাকোলা ও পেপসিকো সংস্থার নাম শীর্ষ তালিকায়‌। মোট ৮৪ টি দেশজুড়ে চলে প্লাস্টিক দূষণের গবেষণা। বিপুল তথ্য বিশ্লেষণ করা হয়েছে। প্রাপ্ত ফলাফল বলছে আন্তর্জাতিক সংস্থাগুলির জেরে ব্র্যান্ডেড প্লাস্টিক দূষণ বাড়ছে। কোন সংস্থা কত পরিমাণ দূষণ ছড়াচ্ছে, তাও শতাংশের হিসেবও দিয়েছে গবেষকরা। 

মূলত কোন ধরনের প্লাস্টিক বেশি দূষণ ঘটায় ?

প্লাস্টিক দূষণের অন্যতম কারণ একবার ব্যবহার করেই যেগুলি ফেলে দেওয়া হয়। এই ধরনের প্লাস্টিক পরিবেশ দ্বারা বিয়োজিত হয় না। যার জেরে বাড়ে প্লাস্টিক দূষণ। গবেষকরা তাঞ্জানিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, মালয়শিয়া, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো থেকে অন্তত ১,৮৭০,০০০ রকম প্লাস্টিকের নমুনা সংগ্রহ করে। সেই নমুনা বিশ্লেষণের ভিত্তিতেই মিলেছে এই তথ্য। 

দূষকের তালিকায় তারা ?

ব্র্যান্ডেড প্লাস্টিক দূষণের তালিকায় যে যে সংস্থাগুলি রয়েছে তাদের‌ মধ্যে শীর্ষে কোকাকোলা।‌ ১১ শতাংশ দূষণ তাদের দ্রব্যের কারণেই হয়। এর পর রয়েছে পেপসিকো। প্লাস্টিক দূষণে ৫ শতাংশ ভূমিকা এই আন্তর্জাতিক সংস্থার। তৃতীয় স্থানে নেসলে‌ ।‌ ৩ শতাংশ দূষণ ঘটায় এই সংস্থা। এর পর ডানোন, আলট্রিয়া ও ফিলিপস মরিস ইন্টারন্যাশনাল যথাক্রমে ৩, ২ ও ২ শতাংশ করে দূষণ ছড়ায়। সব মিলিয়ে এমন ৫৬টি সংস্থাকে চিহ্নিত করেছে এই গবেষণা। এদের মধ্যে প্রথম ছয়টি সংস্থাই ২৬ শতাংশের দূষণের নেপথ্যে। 

সংস্থার বক্তব্য কী এই বিষয়ে ?

কমনওয়েলথ সাইন্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশনের গবেষকরাও যোগ দিয়েছিলেন এই গবেষণায়। যৌথ গবেষণার ফলাফলে কোকাকোলাই দূষক হিসেবে শীর্ষস্থানে। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যম ইডল-কে সংস্থার এক অধিকর্তা জানান, প্লাস্টিক দূষণের বিষয়ে তারা অবগত ও সচেতন। ইতিমধ্যেই রিসাইকলের প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। ২০৩০ সালে বড় আকারে রিসাইক্লিং প্রযুক্তি চালু করার পরিকল্পনা রয়েছে ওই সংস্থার। 

আরও পড়ুন – Curd In Summer: গরমে পেট ঠাণ্ডা রাখতে দই ভাল ?

 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও দেখুন