Sandeshkhali arms recovery: অস্ত্র কোথা থেকে এসেছে জানি না, শাহজাহানকেও চিনি না, দাবি আবু তালেবের স্ত্রীর

তাঁর বাড়ির মেঝে ভেঙে উদ্ধার হয়েছে একের পর এক বিদেশি পিস্তল। উদ্ধার হয়েছে মুঠো মুঠো কার্তুজ, বিস্ফোরক ও তৃণমূলি মাফিয়া শেখ শাহজাহানের সচিত্র পরিচয়পত্র। অথচ এসব যে তাঁর বাড়িতে রাখা আছে তার বিন্দু – বিসর্গ জানতেন না তিনি। এমনই দাবি করেছেন সরবেড়িয়ার মল্লিকপাড়ার বাসিন্দা আবু তালেব মোল্লার স্ত্রী। শনিবার সন্ধ্যায় মল্লিকপাড়ার বাড়িতে সাংবাদিকদের সামনে তিনি বলেন, শেখ শাহজাহানকে চেনেন না তিনি।

আরও পড়ুন: টোটোচালক থেকে প্রভাবশালী, শাহজাহানের শাগরেদ আবু তালেবকে তন্ন তন্ন করে খুঁজছে CBI

পড়তে থাকুন: বেআইনি অস্ত্রের খবর কেন ছিল না পুলিশের কাছে? প্রশ্ন উঠছে তৃণমূলের অন্দরেই

সিবিআইয়ের মুখোমুখি আবু তালেবের স্ত্রী

শুক্রবার সিবিআই পৌঁছনোর আগে থেকেই ফেরার আবু তালেব। শনিবার বিকেলে ফের মল্লিকপাড়ায় আবু তালেবের বাড়ি ঘিরে ফেলেন সিবিআই আধিকারিকরা। কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছন আবু তালেবের স্ত্রী। সিবিআই আধিকারিকদের তিনি জানান, ছাগল চরাতে গিয়েছিলেন। এর পর আবু তালেবের স্ত্রীকে জেরা শুরু করেন গোয়েন্দারা। সিবিআই আধিকারিকরা চলে গেলে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন গৃহবধূ। তিনি বলেন, আমার বাড়িতে কারা এসব রেখে গিয়েছে আমি জানি না। আমাদের ফাঁসানোর চেষ্টা হচ্ছে। আমি শেখ শাহজাহানকে চিনি না। তিনি কোনও দিন আমাদের বাড়িতে আসেননি। আমার স্বামী কোথায় রয়েছেন তাও জানি না’।

তিনি বলেন, ‘যা বলার সিবিআইয়ের স্যারেদের বলেছি। সেসব কথা আপনাদের বলতে পারব না।’

বাড়ি থেকে উদ্ধার বিদেশি আগ্নেয়াস্ত্র

শুক্রবার সকালে সরবেড়িয়ার মল্লিকপাড়ায় আবু তালেব মোল্লার বাড়িতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে সিবিআই। সঙ্গে উদ্ধার হয় শেখ শাহজাহানের একাধিক সচিত্র পরিচয়পত্র। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলির মধ্যে ৩টি বিদেশি, ১টি কোল্ট রিভলভার যা শুধু পুলিশ ব্যবহার করে। সিবিআই সূত্রে খবর, বাড়ির মেঝে ভেঙে উদ্ধার করা হয় রিভলভারগুলি।

আরও পড়ুন: সন্দেশখালিতে অস্ত্রের সঙ্গে কার্তুজের বিল হাতে পেলে CBI, খতিয়ে দেখছেন গোয়েন্দারা

প্রশ্ন উঠছে, বাড়ির মেঝের নীচে আগ্নেয়াস্ত্র থাকলেও বাড়ির বাসিন্দা কিছু জানতেন না এই যুক্তি কতটা গ্রহণযোগ্য। না কি সংবাদমাধ্যমের সামনে তথ্য গোপন করতে চাইছেন আবু তালেবের স্ত্রী? এবার দেখার এই ঘটনার তদন্তে আদালতে রিপোর্ট দিয়ে কী তথ্য পেশ করে সিবিআই।