কামাল হত্যা মামলার প্রধান আসামী র‍্যাব-১৪ জালে গ্রেপ্তার

ময়মনসিংহের হালুয়াঘাটের গাজীর ভিটা এলাকায় অভিযান চালিয়ে কামাল হত্যা মামলার প্রধান আসামী ফয়সাল মিয়া (৩২) কে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ১৪।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে র‍্যাব ১৪ এর লিগ্যাল এন্ড মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল হাই চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। র‍্যাব জানায়, ময়মনসিংহের কোতোয়ালী থানার চর ঈশ্বরদিয়া শিমুলতলি মোড় এলাকায় পূর্ব শত্রুতার জেরে গত ২৬ এপ্রিল বিকেলে নিহত কামাল মিয়া ও তার পরিবারের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে অভিযুক্ত ফয়সাল মিয়া সহ্য অন্য আসামীরা। গুরুতর আহত বেশ কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে কামাল মিয়াকে আশংকাজনক অবস্থায় গত ২৮ এপ্রিল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহতের মা কামরুন্নাহার (৫৫) বাদী হয়ে মামলা দায়ের করলে এই হত্যাকান্ডের ঘটনায় আসামীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব-১৪,গোয়েন্দা নজরদারী শুরু করে।

এরই প্রেক্ষিতে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে সদর ব্যাটালিয়নের অপারেশনস্ অফিসার অতিঃ পুলিশ সুপার জুলফিকার আলী এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল মঙ্গলবার জেলার হালুয়াঘাট থানার গাজীর ভিটা এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান আসামী মোঃ ফয়সাল মিয়া (৩২) কে গ্রেপ্তারকরে।
পরবর্তীতে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার লক্ষ্যে জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

এ ধরনের অপরাধের বিরুদ্ধে র‍্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে জানান এই কর্মকর্তা।

 



শাকিল/সাএ