নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

আগামী ২১ মে অনুষ্ঠাতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ মে) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। পরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি প্রতিপালন বিষয়ক এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।

এতে নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোকছেদুর রহমান লেবু পেয়েছেন আনারস প্রতীক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোশাররফ হোসেন ঘোড়া প্রতীক, আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আসমত আরা আসমা মোটরসাইকেল প্রতীক, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ এবং সম্পাদক বর্তমান ভাইস চেয়ারম্যান হাজী আমিনুল ইসলাম পেয়েছেন দোয়াতকলম প্রতীক।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে শেখ ফরিদ পেয়েছেন টিউবওয়লে প্রতীক, মেহেদী হাসান রাজন চশমা প্রতীক, ডিশ ব্যবসায়ী বাবুল তালা প্রতীক ও শিক্ষক ইসমাইল পেয়েছেন টিয়া পাখি প্রতীক।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে- বর্তমান ভাইস চেয়ারম্যান আশুরা বেগম পেয়েছেন কলসি প্রতীক, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা হাঁস প্রতীক, আদিবাসী নেত্রী ক্লোডিয়া নকরেক কেয়া পদ্ম ফুল প্রতীক ও নোহেলিকা দিব্রা পেয়েছেন ফুটবল প্রতীক।

এই প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক। এ সময় নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম আধারসহ দুই উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 



শাকিল/সাএ