Mamata on governor molestation charges: রাজ্যপাল ২ বার ‘মলেস্ট’ করেছেন, মেয়েটার কান্না আমার হৃদয় ভেঙে দিয়েছে, তোপ মমতার

রাজ্যপাল সিভি আনন্দ বোস বিরুদ্ধে এক যুবতীকে শ্লীলতাহানির যে অভিযোগ উঠেছে, তা নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার পূর্ব বর্ধমানের রায়নার সভা থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সরাসরি দাবি করেন, ওই যুবতীকে দু’বার ‘মলেস্ট’ করেছেন রাজ্যপাল। ওই যুবতীর কান্নায় তাঁর হৃদয় ভেঙে গিয়েছে বলে দাবি করেন মমতা। সেইসঙ্গে তিনি বলেন, ‘(যুবতী) বলেছে যে আমি আর কখনও রাজভবনে চাকরি করতে যাব না। ভয় পাচ্ছে। কখন যখন-তখন ডেকে খারাপ ব্যবহার করবে, অসম্মান করবে।’

রাজ্যপালকে আক্রমণ মমতার

শুক্রবার জনসভা থেকে মমতা বলেন, ‘গতকালও একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করত বিবিএক্সে। তার সঙ্গে কী ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয়? আপনি আমায় কালও বলে পাঠিয়েছেন, আমার মন্ত্রী আপনাকে কেন এসব বলেছে। শুনে রাখুনস , আমার কাছে একটা নয়, ১,০০০ টা ঘটনা এসেছে। কিন্তু আমি কোনওদিন কোনও কথা বলিনি। কিন্তু কাল মেয়েটির কান্না আমার হৃদয় (ভেঙে গিয়েছে)।’

আরও পড়ুন: Harassment allegation against governor: ‘২ দিন পরে আবার একটা মেয়ের সঙ্গে এরকম করবেন’ রাজ্যপাল, কান্না ‘নিগৃহীতা’ যুবতীর

মমতা আরও বলেন, ‘(প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ শানিয়ে) সন্দেশখালি (নিয়ে) বলার আগে (বলুন যে) রাজ্যপাল কেন তাঁর কাজের মেয়ে (রাজ্যপালের অধীনে কাজ করা মেয়েকে), তাঁর ঘরে (পড়ুন বাসভবনে) কাজ করে বলে….। পূর্ব মেদিনীপুরের একটি মেয়েকে একবার নয়, পরপর দু’বার মলেস্টেশন করেছেন। আমি তো তার কান্না দেখলাম। আমার কাছে তার ভিডিয়ো এসেছে। আমি পুরো মন দিয়ে দেখেছি।’