Summer’s serotonin fix: নেইল আর্ট করতে চাইছেন? এই গরমে কোন ট্রেন্ডি ডিজাইন এখন ফ্যাশনে রয়েছে, দেখে নিন

পোশাকের সঙ্গে সঙ্গে ম্যাচিং নেইল আর্ট এখন সবচেয়ে বেশি ট্রেন্ডি। পোশাকের সঙ্গে মানানসই মেকআপের পাশাপাশি এখন স্টাইলিশ নেইল আর্ট এখন বেশ জনপ্রিয়। আজ যা ট্রেন্ড কাল তা বাতিল। তবে নেল আর্ট করার আগে নখের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। 

এ বছর গরমে কী ধরনের নেল আর্ট এখন ফ্যাশনে ইন, তা দেখে নেওয়া যাক। ঘরে বসেই নিজের মতো করে নেইল আর্টের ডিজাইন করেন অনেকে। তবে এবছরের সেরা ও ট্রেন্ডি স্টাইলিশ ডিজাইন কেমন হবে, ধারণা ও খোঁজ দেওয়া রইল…

আরও পড়ুন: ভক্তের জন্মদিন সেলিব্রেট করলেন, ২২ হাজারের জুতো উপহার দিয়ে পরতেও সাহায্য করলেন জন, দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: ‘সিংঘম এগেইন’-এর সেটে ভক্তের থেকে সারপ্রাইজ পেলেন দীপিকা, জানেন কী ছিল সেই গিফট

নেইল আর্ট কী

কেবল একরঙা নেইলপালিশের বদলে হরেক রকম স্টাইল ও রঙে নখ সাজানোর কেরামতিই হল নেইল আর্ট। এতে নানা রকম ডিজাইন হয়, তার নামও আলাদা আলাদা।

কালারফুল প্যাস্টেল: ত্বকের রং অনুযায়ী নখের উপর কেমন হবে নেইল আর্টের রং, তা আগে জানা প্রয়োজন। বর্তমানে প্যাস্টেল নেইল কালারস বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বেসিক প্যাস্টেলের মধ্যে ডাস্টি ব্লু, ডাস্টি গ্রিন, জেন্টল ল্যাভেন্ডার, হালকা হলুদ, ক্রিম কালার বেশ চোখে পড়ে। এছাড়া যেকোনও পোশাকের সঙ্গেও বেশ মানানসই।

কালার ফ্রেঞ্চ মেনিকিওর: এটি বসন্ত কিংবা গ্রীষ্মের জন্য আদর্শ। হলুদ, গোলাপি, নীল রঙের সমারোহে কালার ফ্রেঞ্চ ম্যানিকিউর নেল আর্টের দুনিয়ায় আধুনিক সংস্করণ বলা চলে।

আরও পড়ুন: কঙ্গনার সঙ্গে নিজের ‘পার্থক্য’ কোথায়, নীরবতা ভাঙলেন স্বরা ভাস্কর! কী বললেন

পোলকা ডটস: লাল বা কালো রঙের উপর সাদা রং দিয়ে ডটস দেওয়া হয় ।এই ধরনের সিম্পল নেল আর্টে ক্যাজুয়াল অ্যাপ্রোচ থাকে।

হাফ মুন: নখের নীচের অংশ ডিপ কালার দিয়ে হাফমুন আঁকা হয়। বাকি অংশে থাকে হালকা ম্যাট কালার। এটি ক্লাসি, রয়্যাল লুক দেয়।

ব্রেসলেট: এক্ষেত্রে নেলপালিশ লাগানোর পরে ভিজে অবস্থাতেই জুয়েলারি লাগিয়ে সেট করতে হয়, যাতে তা দীর্ঘস্থায়ী হয়। সেজন্য ফাইনাল কোটিং দিতে হয়।

মেটালিক নেইল আর্ট: রামধুন ও প্যাস্টেল কালারের মিশ্রণ চোখ ধাঁধিয়ে দিতে পারে। নখের সৌন্দর্য বৃদ্ধির জন্য এমন নেইল আর্ট এখন সকলের কাছেই আকর্ষণের । ডার্কার শেড, লাইটার শেড-দু ধরনের ডিজাইন হয়ে থাকে। বোল্ড লুকের জন্য এ ধরনের নেইল আর্ট আপনি করতে পারেন।

অ্যাকোয়ারিয়াল: এক্ষেত্রে নখে জলের আভাস আনার জন্য নুড কালারের ওপর ব্লু ক্রিস্টাল খুব সুন্দর লাগে দেখতে, তার ওপর গ্লিটার অ্যাপ্লাই করা হয়।

ম্যাট নেইল আর্ট: হাইগ্লোস হাইলাইট দিয়ে বা সাধারণ ম্যাট ডিজাইন দিয়েও নেইল আর্টের ডিজাইন করতে পারেন। বোল্ড, ক্লাসিক লুকের জন্য সবসময়ের জন্যই এই আর্ট ডিজাইন বেছে নিতে পারেন।

হিনস্টোনস: এই ধরনের নেল আর্টের ডিজাইনে প্রচুর ভ্যারাইটি আছে। মূলত এটি পার্টি কিংবা যে কোনও অনুষ্ঠানের জন্য সেরা।