Video: ৬ বছরের বাচ্চার উপর হামলা চালালো জার্মান শেফার্ড, দেখুন হাড়হিম করা সেই ভিডিয়ো

ভিডিয়োটা দেখলে একেবারে শিউরে উঠবেন। 

বুধবার গাজিয়াবাদের একটি আবাসিক কমপ্লেক্সে সাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি জার্মান শেফার্ড ছয় বছরের একটি মেয়েকে আক্রমণ করে। ভাইরাল হওয়া সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, আজনারা ইন্টিগ্রিটি হাউজিং সোসাইটিতে সাইকেলে বসে থাকা ভানিয়া চৌহান নামে ওই কিশোরীকে আক্রমণ করে কুকুরটি। মালিক ওই কুকুরটাকে নিয়ন্ত্রণ করতে সবরকম চেষ্টা করেন।

ভিডিওতে দেখা যায়, ভানিয়া যখন তার সাইকেলটা চালাচ্ছিল তখন কুকুরটি তার দিকে তেড়ে আসে। সেই মুহুর্তে, মেয়েটির মা নমিতা চৌহান তাকে উদ্ধার করতে ছুটে যান এবং কুকুরটি যাতে তার মেয়ের আরও ক্ষতি না করতে পারে সেজন্য চেষ্টা করেন। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ভানিয়া তার সাইকেল ফেলে নিজেকে বাঁচাতে পালিয়ে যায়।

ফুটেজে দেখা যায়, নমিতা একজন নিরাপত্তারক্ষীর সাহায্য চাইছেন, যাকে কুকুরের মালিকের সঙ্গে কথা বলতে দেখা গেছে। এরপরই মেয়েকে কোলে তুলে নিয়ে এলাকা ছেড়ে চলে যান তিনি।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, কুকুরের কামড় ও নখের আঘাতে আঁচড়ের আঘাতে হাত ও কোমরে আঘাত পেয়েছেন ভানিয়া।

যে হাউজিং সোসাইটিতে ঘটনাটি ঘটেছে সেখানে অনেক শিশুকে হাঁটতে দেখা গেছে।

এনডিটিভি প্রতিবেদনে জানিয়েছে, নমিতা কুকুরের মালিকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৮৯ ধারায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। জবানবন্দিতে তিনি বলেন, হামলার সময় কুকুরটি মুখে কিছু ছিল না।

উপরন্তু, তিনি অভিযোগ করেছেন যে কুকুরটি তার এক বছরের ছেলেকেও টার্গেট করেছিল, যদিও এটি ভাইরাল ভিডিওতে ধরা পড়েনি। নমিতা যখন তার কুকুরটি তার মেয়েকে আক্রমণ করেছিল তখন মালিকের পক্ষ থেকে অবহেলার অভিযোগ করেছিলেন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, নমিতা সোসাইটি চত্বর থেকে কুকুরটিকে সরানোর মতো বাসিন্দাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ (এসিপি) রবি কুমার জানিয়েছেন, একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে ওই কুকুরটির মালিক কুকুরটিকে আটকানোর জন্য চেষ্টা করেছিলেন। এমনকী তিনি মাটিতেও পড়ে যান। তবে বাচ্চাটি সরে না গেলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। অল্পের জন্য রক্ষা পেয়েছে ওই বাচ্চাটি। তবে কুকুরের মালিক দ্রুত কুকুরটিকে নিয়ে অন্যত্র চলে যান।