Viral Video: বিয়েতে স্ত্রীকে উপহার দিলেন ইমরান খানের ছবি! বরের কাণ্ড দেখে নেটিজেনদের প্রশ্ন, ব্যাপারটা কী

ঠাট্টা চলছে, ট্রোল যেন থামছেই না, সম্প্রতি একটি বিয়ের ভিডিয়ো দেখে রীতিমত হুলুস্থুল পড়ে গিয়েছে। এদিন বিয়ে সেরে বর কনেকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ছবি উপহার দিয়ে আসল কাণ্ডটি ঘটিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় এখন বিয়ের ক্লিপ খুবই জনপ্রিয়। আজকাল ছাদনাতলায় হবু স্ত্রীকে দেখে বরের চোখে জল এলে খুশি হন নেটিজেন। ভাইরাল হয় ভিডিয়ো। এছাড়াও বিয়ের অনেক মজার গল্প সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। বিয়েতে বর তাঁর কনেকে কী বিশেষ উপহার দেবেন সেদিকে অনেকেই মনোযোগ দেন। এমনই এক অনন্য উপহার নিজের হাতে কনেকে দিয়েছেন পাকিস্তানের এক বর। এই উপহার দেওয়ার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে।

  • স্ত্রীকে কেন এমন উপহার দিলেন পাকিস্তানি স্বামী

ভাইরাল হয়ে যাওয়া ভিডিয়োর শুরুতে দেখা গিয়েছে, সদ্য বিবাহিত পাকিস্তানি বর-কনে মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন। এ সময় বর তাঁর কনেকে উপহার এনে হাজির করেছেন। এবং তা খুলছেন ধীরে সুস্থে। সবাই অধীর আগ্রহে ভাবছেন যে কী এমন আছে উপহারে। তারপর সেই উপহার খুলতেই বেরিয়ে এল বিশেষ কারও ছবি। ছবিটা দেখে হাসতে থাকলেন প্রত্যেকেই। এদিকে কনেকে হাসতে দেখে স্বামীও জোরে হেসে ফেললেন এবং সামনে দাঁড়িয়ে থাকা সবাইকে তাঁর হাতে থাকা ছবিটি ফলাও করে দেখালেন। ছবিটি ছিল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের।

ভিডিয়োটি @Mahvish এক্স অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। শেয়ার করার পর থেকে এখনও পর্যন্ত সাত লক্ষেরও বেশি ভিউ পেয়েছে এটি। এছাড়াও, হাজারেরও বেশি মানুষ ক্লিপটিকে লাইক করেছেন। ভিডিয়োতে মন্তব্য করে একজন ব্যবহারকারী লিখেছেন, বেশিরভাগ স্বামী ইমরান খানকে তাঁদের রোল মডেল মনে করেন। তাই তিনি নিজের স্ত্রীকে এমন উপহার দিয়েছেন। আরও এক ব্যবহারকারী লিখেছেন, ইমরান খানের সঙ্গে কোনও রাজনৈতিক সম্পর্ক নেই, এটা প্রেমের সম্পর্ক। এছাড়াও এই উপহার দেওয়ার জন্য অনেককেই তাঁকে ট্রোল করতে দেখা গিয়েছে। একজন বলেছেন, এটা তাঁদের পছন্দ, তাঁদের জীবন, তাঁদের জীবন। অবশ্যই আমি এই বিষয়ে নাক গলাবো না। তবুও এটা হয়ত বেশি হয়ে গেল।

প্রসঙ্গত, ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। তবে, ২০২৩ সালে, নির্বাচন কমিশন তাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছিল। বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর গদিতে রয়েছেন শাহবাজ শরিফ।