‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের

আর্লিং হাল্যান্ড ধ্বংসযজ্ঞ চালালেন উলভারহ্যাম্পটনের বিপক্ষে। শনিবার ম্যানসিটি জিতলো ৫-১ গোলে, চারটি গোলই করেছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার।

প্রথমার্ধেই হ্যাটট্রিক করেন হাল্যান্ড। প্রিমিয়ার লিগের ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়েন তিনি। 

দিনের আগের ম্যাচে বোর্নমাউথকে ৩-০ গোলে হারায় আর্সেনাল। পেপ গার্দিওলার দল পাল্টা জবাব দিলো উলভসকে উড়িয়ে দিয়ে। এক ম্যাচ কম খেলে সিটিজেনরা আর্সেনালের চেয়ে এক পয়েন্ট পেছনে।

৩৬ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ম্যানসিটি ৩৫ ম্যাচে পেয়েছে ৮২ পয়েন্ট। 

নিজ ক্যারিয়ারে প্রথমবার চার গোল করেছেন হাল্যান্ড। লিগে ২৫ গোল তার, আর সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬তম।

১২তম মিনিটে পেনাল্টি থেকে গোলমুখ খোলেন হাল্যান্ড। বিরতির আগে আরও দুইবার জাল কাঁপান তিনি। ৩৫তম মিনিটে রদ্রির ক্রস থেকে দূরের পোস্ট দিয়ে তার হেড লক্ষ্যভেদ হয়।

২৩ বছর বয়সী নরওয়েজিয়ান তারকা হাফ টাইমের ঠিক আগে হ্যাটট্রিক পূরণ করেন পেনাল্টি থেকে। হোয়াং হি-চ্যান উলভসের হয়ে ২৩তম মিনিটে গোল শোধ দেন। কিন্তু পরের মিনিটে গোল করে অতিথিদের ঘুরে দাঁড়ানোর আশা ভেস্তে দেন হাল্যান্ড। কেভিন ডি ব্রুইনা, জেসুস ও সার্জিও আগুয়েরোর পর গার্দিওলার অধীনে চতুর্থবার কোনও খেলোয়াড় চার গোল পেলো। 

বদলি হিসেবে ম্যানসিটির হয়ে ১০০তম ম্যাচ খেলতে নামেন জুলিয়ান আলভারেজ। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ৮৫ মিনিটে গোলও করেন।