বুকে পিস্তল ঠেকিয়ে রিল বানাচ্ছিল যুবক! ট্রিগার চাপতেই ঠিকরে গুলি, মৃত্যু

বন্ধুর সঙ্গে রিল বানাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। শান্ত এলাকায় আচমকাই গুলির শব্দ শুনে নিমেষেই পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেল ৩টেয় কোটার মহাবীর নগর থানা এলাকায়। ২২ বছর বয়সী এই যুবক, নাম যশবন্ত, ঝালাওয়ার মনোহর থানার বাসিন্দা। কয়েকদিন আগে কোটার কেশবপুরা এলাকায় এসেছিলেন বন্ধুর সঙ্গে দেখা করতে।

  • কীভাবে নিজেকেই গুলি করে বসলেন যুবক

কোটার কেশবপুরা এলাকায় ওই যুবকের আত্মীয়ের একটি হোটেল রয়েছে। এ কারণে তিনি কোটায় আসা-যাওয়া করতে থাকেন। গত কয়েকদিন ধরে এক আত্মীয়ের কাছে থাকছিলেন যশবন্ত। কেশবপুরা এলাকায় তার এক বন্ধুও ছিল। কীভাবে এমন দুর্ঘটনা ঘটল? প্রশ্নের মৃতের বন্ধু বলেছেন, আমার বন্ধুর সাথে রিল বানাচ্ছিলাম। তার হাতে দেশি পিস্তল ছিল। ভুল করে পিস্তলের ট্রিগারে চাপ দিতেই গুলি তার বুকে এসে লাগে। আশপাশের লোকজন তাকে দ্রুত নিউ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিল। কিন্তু চিকিৎসাধীন অবস্থাতেই যুবকের মৃত্যু হয়েছে।

মৃত যশবন্ত বিএ পড়ছিলেন। তিন বোনের মধ্যে তিনি ছিলেন একমাত্র ভাই। পরীক্ষা ছিল ৩রা মে। এদিন ওই যুবক বন্ধুর সঙ্গে মহাবীর নগর এক্সটেনশন স্কিমের মহর্ষি গৌতম ভবনের কাছে একটি চায়ের স্টলে বসে ছিলেম। দুজনেই খাবারের অর্ডার দিয়েছিলেন। দোকানে চার-পাঁচজন লোকও ছিলেন। এরপর যশবন্ত ও তাঁর বন্ধু মোবাইলে ভিডিয়ো বানাতে শুরু করেছিলেন। হাতে একটি দেশি পিস্তল ছিল তাঁর। হাতে দেশি পিস্তল দিয়ে রিল তৈরি করতে গিয়ে ভুল করে গুলি করে ফেলেন নিজেকেই। গুলি সোজা যশবন্তের বুকে এসে লাগে। কিন্তু এই দেশী পিস্তল কার এবং কীভাবে তা ওই যুবকদের কাছে এল, তা খতিয়ে দেখা হচ্ছে।

  • যুবক বন্দুক পেলেন কোথায় থেকে

যেখানে এ ঘটনা ঘটেছে সেখানে চায়ের দোকান ও অন্যান্য দোকান রয়েছে। সেখান থেকেও আসতে পারে বলে আশঙ্কা। এমন পরিস্থিতিতে মৃতের বন্ধুকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুলিশ বলছে, নিহতের বন্ধুর বক্তব্য নেওয়া হচ্ছে এবং তাঁকে বন্দুকের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডিএসপি মনীশ শর্মা জানিয়েছেন যে মহর্ষি গৌতম কমিউনিটি বিল্ডিংয়ের কাছে একটি চায়ের দোকানে এই গুলি চালানোর ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের স্পট ম্যাপ তৈরি করা হয়েছে। দোকানে উপস্থিত বন্ধু ও যুবককেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। পুলিশ পরিবারকে খবর দিয়েছে। উল্লেখ্য, ওই রাতে মৃতের পরিবার কোটায় পৌঁছেছে। পরিবারের সদস্যদের অভিযোগে হত্যা মামলা দায়ের করা হয়েছে।