Oin in summer: গরমে চুলে তেল দেবেন কি? কী বলছেন বিশেষজ্ঞরা

শীতকালে প্রতিদিন চুলে তেল দেওয়া একটি ডেলি রুটিন বলে মনে করা হয়। কিন্তু অনেকেই আছেন যারা গরমকালে চুলে তেল দিতে পছন্দ করেন না। একদিকে রোদ আবার অন্যদিকে গরম, সব মিলিয়ে চুলে তেল দেওয়ার কথা একেবারেই মনে আসে না। তবে আপনি কি জানেন গরমকালেও চুলে প্রতিদিন তেল দেওয়া উচিত? গরমে চুলে তেল দিলে ঠিক কী কী উপকার পাবেন আপনি সেটাই জানেন এই প্রতিবেদনে।

হাইড্রেশন: গ্রীষ্মকালে সূর্যের তাপের সংস্পর্শে আসার সময় অথবা সাঁতার কাটার সময় ক্লোরিনের সংস্পর্শে এলে আপনার চুল থেকে আদ্রতা বেরিয়ে যায়। এই আদ্রতা ধরে রাখার জন্য এবং চুলকে হাইড্রেটেড করে রাখার জন্যই চুলে তেল দেওয়া ভীষণ প্রয়োজন।

অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষা: বাজারে এমন অনেক তেল পাওয়া যায় যাতে ইউভি ফিল্টার থাকে, এই সমস্ত তেল যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনার চুলকে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করতে পারবেন আপনি। গ্রীষ্মকালে বাদাম তেল ব্যবহার করতে পারেন যাতে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড রয়েছে যা আপনার চুলকে UV প্রটেকশন দেবে।

রুক্ষ হওয়া আটকায়: গ্রীষ্মকালে বাতাসে আদ্রতার মাত্রা প্রচুর পরিমাণে বেড়ে যাওয়ায় চুল রুক্ষ হয়ে যায়। চুলে যদি প্রতিদিন তেল দেন তাহলে চুলের কিউটিকল মসৃণ থাকে এবং চুল রুক্ষ হয় না।

মাথার ত্বকের স্বাস্থ্য: প্রতিদিন তেল মাখলে মাথায় খুশকি কমে যায় এবং চুলকানির মতো কোনও সমস্যা দেখা দেয় না মাথায়। মাথার ত্বকের স্বাস্থ্য উন্নত করার জন্য তাই প্রতিদিন মাথায় তেল দেওয়া আবশ্যক।

এবার জেনে নেওয়া যাক কোন ধরনের চুলে আপনি কেমন তেল ব্যবহার করতে পারবেন

স্বাভাবিক চুল: আপনার চুল যদি স্বাভাবিক হয় সেক্ষেত্রে নারকেল তেল অথবা বাদাম তেল ব্যবহার করলে আপনার চুলের স্বাস্থ্য উন্নত থাকবে।

শুষ্ক চুল: আপনার চুল যদি শুষ্ক হয় তাহলে গ্রীষ্মকালে তা আরো বেশি সুস্থ হয়ে যাবে। চুলের আদ্রতা ধরে রাখার জন্য তাই জোজোবা অয়েল অথবা অর্গান অয়েলের মত ময়শ্চারাইজার যুক্ত তেল ব্যবহার করতে পারেন। এই তেল আপনার চুলকে হাইড্রেড করবে এবং আদ্রতার ভারসাম্য রক্ষা করবে।

তৈলাক্ত চুল: শুধু শুষ্ক চুল নয়, তৈলাক্ত চুলেও হাইড্রেশন প্রয়োজন। আঙ্গুরের বীজ তেল অথবা চা গাছের তেলের পুষ্টি সম্পন্ন তেল যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে গ্রীষ্মকালে আপনার তৈলাক্ত চুল ভালো থাকবে।