Retired SC Judge Arun Mishra: বিতর্ক ছাড়াই সংসদে পাশ হচ্ছে একাধিক বিল, মন্তব্য অবসরপ্রাপ্ত বিচারপতির

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ও জাতীয় মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন অরুণ মিশ্র অভিযোগ করেছেন যে পার্লামেন্টে একাধিক বিল আলোচনা বা বিতর্ক ছাড়াই পাশ করা হচ্ছে। 

তাঁর মতে, এটা রাম রাজ্য়ের যে আদর্শের কথা বলা হচ্ছে তার সঙ্গে পুরো বিপরীত হয়ে যাচ্ছে। রামরাজ্য হল সুশাসনের অন্য় রূপ। তিনি জানিয়েছেন, এখন আমরা দেখি যে পার্লামেন্ট কাজ করছে না। আলোচনা ছাড়াই বিল পাশ করা হচ্ছে। তবে রাম রাজ্য়ে এসব হত না। সেই সঙ্গেই তিনি বলেন, রামরাজ্যে ধর্মীয় বিভেদ থাকে না। এখানে গরিব ও ধনীদের মধ্য়ে কোনও ফারাক থাকে না। 

তিনি বলেন, আমাদের সংবিধানের আসল লক্ষ্য হল রামরাজ্যকে আনা। সেখানে সব ধর্মের সমান গুরুত্ব। সকলের জন্য ন্যায় বিচার করা হয়। রামরাজ্য মানে সামাজিক উন্নতি ও সকলের জন্য় সাম্যতা। এখানে গরীব ও বড়লোকদের মধ্য়ে কোনও বিভেদ নয়। 

এলাহাবাদ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কমলেশ্বর নাথের লেখা বই Yearning of Ram Mandir and Fulfillment -এর উদ্বোধন করেন। সেই বইয়ের উদ্বোধনে গিয়েই তিনি একথা বলেন। এদিকে রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানেও গিয়েছিলেন তিনি। সেই সময় তিনি বলেছিলেন, ভগবান রামচন্দ্র ফিরে এসেছেন। তিনি তাঁর উপযুক্ত জায়গা অযোধ্য়ায় ফের ফিরে এসেছেন। তিনি ছিলেন মর্যাদা পুরুষোত্তম। তাঁর মূল্য অপরিসীম। তিনি আজও বেঁচে আছেন। তাঁর মতো এত অনুপ্রেরণা আর কেউ দিতে পারেন না। 

তিনি বলেছিলেন, রামচন্দ্র হলেন মানবাধিকারের রক্ষাকর্তা। হিন্দু ধর্ম ও সনাতন ধর্মের রক্ষাকর্তা হলেন তিনি। আমাদের লক্ষ্য হওয়া দরকার যে আমরা যেন রামের মতো করে নিজেদের তৈরি করতে পারি। তিনি ছিলেন সনাতন ধর্মের রক্ষাকর্তা। তিনি ছিলেন মানবাধিকারের রক্ষাকর্তা। এটাই হল শক্তি। এটা দুর্বলতা নয়। আমাদের সংবিধান রামরাজ্যের যে মূল্য সেটাকে রক্ষা করে। এমনকী রামচন্দ্র শান্তির বার্তা দিতেন বলেও মন্তব্য করেছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি।