ঝড়ে রাজধানীতে ভেঙে পড়েছে গাছ, ধসে পড়েছে দেওয়াল

রাজধানীতে একসঙ্গে ঝড় ও শিলাবৃষ্টি হচ্ছে। ঝড়ে কাকরাইলে রাস্তার ওপর একটি গাছ ভেঙেছে পড়েছে। অন্যদিকে, মোহাম্মদপুরে একটি অর্ধপাকা ঘরের দেওয়াল ধসে পড়েছে। এই দুই এলাকায় ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের একাধিক টিম।

রোববার (৫ মে) রাত ১০টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এসব তথ্য জানা গেছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, ঝড়ে কাকরাইলে একটি গাছ রাস্তায় ভেঙে পড়েছে। রাত ১০টা ৫০ মিনিটের পর আমাদের কাছে এ সংবাদ সংবাদ আসে। আমাদের একটি টিম কাকরাইলে গেছে কাজ করতে। 

তিনি বলেন, এছাড়া, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একটি অর্ধপাকা ঘরের দেয়াল ধসে পড়েছে। সেখানেও আমাদের একটি টিম যাচ্ছে কাজ করার জন্য।

এর আগে, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের অধিকাংশ জায়গায়ই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হবে। আর যেসব অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, সেটিও প্রশমিত হবে।

পূর্বাভাসে আরও বলা হয়েছিল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে।

এছাড়া, ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অধিকাংশ জায়গায় প্রশমিত হতে পারে। ফলে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে।



বাঁধন/সিইচা/সাএ