Virat Kohli leads IPL 2024 Orange Cap list Sunil Narine Phil Salt in top five

কলকাতা: আইপিএলের ৭৪টি ম্যাচের মধ্যে ইতিমধ্যেই ৫৪টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। প্লে-অফের টিকিট পাকা করার জন্য হাড্ডাহাড্ডি লড়াই চলছে। পাশাপাশি জমে উঠেছে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক হওয়ার দৌড়ও। রবিবাসরীয় ডবল হেডারের পর অরেঞ্জ ক্যাপের তালিকায় শীর্ষ স্থানে কোনও বদল না ঘটলেও প্রথম পাঁচে কিন্তু দুই কেকেআর ওপেনার নিজেদের জায়গা করে ফেললেন।

১১ ম্যাচে ৫৪২ রান করে শীর্ষে আপাতত কোহলিই। কিন্তু লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দুরন্ত ৮১ রানের ইনিংসে তালিকায় তিন নম্বরে উঠে এলেন সুনীল নারাইন (Sunil Narine)। তাঁর ওপেনিং পার্টনার ফিল সল্ট (Phil Salt) ৩২ রান করে পাঁচ নম্বরে জায়গা করে নিলেন।

কী এই অরেঞ্জ ক্যাপ? আইপিএলের জন্মলগ্ন থেকে টুর্নামেন্টের সেরা ব্যাটার ও বোলারকে স্বীকৃতি দেওয়ার অভিনব এক উদ্যোগ নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারীকে দেওয়া হয় এই অরেঞ্জ ক্যাপ। প্রত্যেক ম্যাচের পর তা বদলেও যেতে পারে। অর্থাৎ, যখন যে দলের ক্রিকেটারের নামের পাশে সবচেয়ে বেশি রান থাকবে, তিনিই সেই মুহূর্তে পেয়ে যাবেন অরেঞ্জ ক্যাপ। যেমন এখন অরেঞ্জ ক্যাপ রয়েছে কোহলির মাথায়। একই ভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারিকে দেওয়া হয় পার্পল ক্যাপ।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: লখনউে ব্যাটে, বলে অনবদ্য নারাইন ভাগ বসালেন রাসেলের কৃতিত্বে

আরও দেখুন