মোহামেডানকে ফাইনালে তোলা গোল করে আনন্দে ভাসছেন ইমন

আক্রমণ করে গোল পাচ্ছিল না মোহামেডান স্পোর্টিং। ওদিকে বিরতির পর নেমেই পুলিশ গোল করে এগিয়ে যায়। চাপের মুখে পড়েও সাদা-কালোরা দুর্বার খেলতে থাকে। ইমানুয়েল সানডের পর শাহরিয়ার ইমনের গোলে টানা দ্বিতীয়বারের মতো ফেডারেশন কাপের ফাইনাল নিশ্চিত করেছে মোহামেডান। দলকে ফাইনালে নিতে পেরে ইমন বেশ খুশি।

মুন্সীগঞ্জের মাঠ থেকে ফেরার সময় ফোনে কথা হয় ইমনের সঙ্গে। আশপাশ থেকে সমর্থকদের হৈ হুল্লোড় কম হচ্ছিল না। নিজের অনুভূতি জানাতে গিয়ে ইমন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমার গোলে মোহামেডান ফাইনলে উঠেছে, এই আনন্দ অন্যরকম। অনেক ভালো লাগছে, যা বলে বোঝানো যাবে না।’

পুলিশ এক গোলে এগিয়ে যাওয়ার পর মোহামেডানের পরিকল্পনা কী ছিল? উত্তরে ইমন বলেছেন, ‘আমরা আরও আগ্রাসী ফুটবল খেলতে থাকি। জানি আক্রমণ করে গেলে গোল আসবেই। তাই প্রতিপক্ষের রক্ষণের ওপর চাপ ধরে রেখে খেলে গেছি। সানডের পর আমিও গোল পেয়েছি। সবাই খুশি এমন সাফল্যে।’

প্রিমিয়ার লিগে তিন গোল ইমনের। ফেডারেশন কাপে প্রথম গোল এলো। টানা তিন মৌসুম ধরে মোহামেডানে খেলা ইমন চাইছেন এবারও ট্রফি জিতে উল্লাস করতে, ‘দেখুন গতবার আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। অনেক দিন পর ফেডারেশন কাপে ট্রফি এসেছে। এবারও তা ধরে রাখতে চাই। ফাইনালে যেই দলই আসুক না কেন, আমরা ট্রফির জন্য ঝাঁপিয়ে পড়বো।’

আলফাজ আহমেদের শিষ্যরা ভীষণ রোমাঞ্চিত। নিশ্চয়ই ফাইনালেও তাদের এমন উজ্জীবিত পারফরম্যান্স দেখা যাবে। পরের মঙ্গলবার বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল হতে যাচ্ছে। সেখানেই ঠিক হবে মোহামেডানের প্রতিদ্বন্দ্বী কে?