দামুড়হুদায় এক কেন্দ্রে তিন ঘণ্টায় পড়লো ৩৭ ভোট

চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রে ভোট শুরুর প্রথম ৩ ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ৩৭টি। বুধবার (৮ মে) বেলা ১১টায় ৫০ নম্বর চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে গিয়ে এই তথ্য পাওয়া যায়। এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ২৯ জন।

স্থানীয় সূত্র বলছে, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগরের আপন ছোট ভাই আলী মুনছুর বাবু এই উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোটারশূন্য ওই কেন্দ্রে সকালেই হট্টগোল শুরু হয়। এ সময় ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগে সিদ্দিক মেম্বার নামে স্থানীর একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে সাত দিনের কারাদণ্ড প্রদান করেন। হট্টগোল শুরুর পরেই সাধারণ ভোটাররা ভয়ে ভোটকেন্দ্র থেকে চলে যায়।

সরজমিনে কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের সামনে ভোটারদের সারি নেই। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. ইদ্রিস আলী বলেন, ‘ভোট সুষ্ঠু হচ্ছে, তবে ভোটারের সংখ্যা কম। ৩ ঘণ্টায় ভোট পড়েছে ৩৭টি।’ তবে বেলা বাড়লে ভোটাররা আসবে বলে জানান তিনি।

বুধবার সকাল ৮টায় দামুড়হুদা উপজেলার ৯৬টি ও জীবননগর উপজেলার ৬২টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। দুটি উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় দুটি উপজেলাতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

দামুড়হুদা উপজেলায় মোট ভোটার সংখ্যা দুই লাখ ৪৭ হাজার ৮২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ২৪ হাজার ৮৭৯ জন ও নারী ভোটার এক লাখ ২২ হাজার ৯৪১ জন। জীবননগর উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৫৫ হাজার ৩৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ১৬৭ জন ও নারী ভোটার ৭৭ হাজার ২২৯ জন।