Bankok emeergency landing: মাঝ আকাশে মারামারিতে জড়িয়ে পড়লেন মহিলা যাত্রীরা, বিমান জরুরি অবতরণ করলেন পাইলট

মাঝ আকাশে বিমানের মধ্যে মহিলা যাত্রীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যাওয়ায় বিমান অবতরণ করতে বাধ্য হলেন পাইলট। শুক্রবার এই ঘটনা ঘটেছে থাইল্যান্ডের রাজধ ব্যাংকক আন্তর্জাতিক বিমানবন্দরে। পরে কুয়েতে বিমানটি অবতরণ করার পর তাদের গ্রেফতার করেছে সেদেশের প্রশাসন।

আরও পড়ুন: প্রাথমিকেও দেদার দুর্নীতি, রিপোর্ট দিল CBI, খাঁড়া ঝুলছে ৩২ হাজার চাকরির ওপর

পড়তে থাকুন: সন্দেশখালিতে ধর্মের ভিত্তিতে মহিলাদের ধর্ষণ করেছে শেখ শাহজাহানরা: অমিত শাহ

জানা গিয়েছে, শুক্রবার ব্যাঙ্কক থেকে কুয়েতগামী কুয়েত এয়ারওয়েজের বিমানটি ব্যাঙ্কক বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই কয়েকজন মহিলা যাত্রী নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়েন। এদের মধ্যে কয়েকজন আক্রমণাত্মক হয়ে একে অপরের ওপর হামলা চালান। পরিস্থিতি সামাল দিতে বিমানের নিরাপত্তা আধিকারিক এলে তাঁকেও নিগ্রহ করা হয় বলে অভিযোগ।

গলফ নিউজে প্রকাশিত খবর অনুসারে, বিমানের কর্মীরা ওই মহিলা যাত্রীদের সামাল দিতে না পারায় পাইলট অবশেষে বাকি যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে বিমানটি ব্যাঙ্ককে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এর পর নিরাপদে ব্যাঙ্কক আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি।

আরও পড়ুন: মমতা একজন নোংরা রাজনীতিবিদ, ঈশ্বরের পক্ষেও ওকে বাঁচানো কঠিন: সিভি আনন্দ বোস

বেশ কয়েক ঘণ্টা পর অভিযুক্ত যাত্রীদের নিয়েই ফের আকাশে ওড়ে কুয়েত এয়ারওয়েজের বিমানটি। কুয়েতে অবতরণের পর অভিযুক্ত যাত্রীদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে কুয়েত পুলিশ। তাদের মধ্যে ২ জনের বিরুদ্ধে বিমানের ভিতরে উত্তেজনা তৈরি করা, বিমানকর্মীদের মারধর ও কাজে বাধা দেওয়ার অভিযোগ এনেছে তারা। পুলিশের তরফে অভিযোগে জানানো হয়েছে, কাণ্ডজ্ঞানহীনের মতো মাঝ আকাশে হাতাহাতিতে জড়িয়ে নিজেদের ও সহযাত্রীদের জীবনের ঝুঁকি তৈরি করেছেন ওই যাত্রীরা। যার ফলে তাদের গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে ইতিমধ্যে চার্জ গঠন করা হয়েছে। কুয়েতের আদালতে অভিযুক্তদের বিচার চলছে।