Haryana Government: কোনও চাপে নেই হরিয়ানা সরকার, নির্দলদের সমর্থন তোলার জবাব দিলেন মুখ্যমন্ত্রী

তিন নির্দল বিধায়ক বিজেপি সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেওয়ার একদিন পর হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি বুধবার বলেছেন যে তাঁর সরকার কোনও সমস্যায় নেই এবং দৃঢ়ভাবে কাজ করছে।

তাঁর সরকার সমস্যায় পড়েছে বলে বিভ্রান্তি ছড়ানোর জন্য তিনি কংগ্রেসকে দোষারোপ করেন। সিরসায় সাংবাদিকরা সমর্থন প্রত্যাহার নিয়ে প্রশ্ন করলে সায়নী বলেন, ‘সরকার কোনও সমস্যায় নেই, দৃঢ়ভাবে কাজ করছে।

বিজেপির লোকসভা প্রার্থী অশোক তানওয়ারের হয়ে প্রচার করতে সিরসায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

নির্দল বিধায়ক সোমবীর সাঙ্গওয়ান (দাদরি), রণধীর গোলান (পুণ্ডরি) এবং ধর্মপাল গোন্দার (নিলোখেরি) মঙ্গলবার হরিয়ানার বিজেপি সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে ঘোষণা করেছেন যে তারা কংগ্রেসকে সমর্থন করবেন, বিধানসভায় সরকারকে সংখ্যালঘুতে নামিয়ে আনবেন।

কংগ্রেস জানে যে তারা মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না এবং তাদের বিভ্রান্ত করবে। রাজ্য সরকার সংখ্যালঘু বলে বিভ্রান্তির সৃষ্টি করার চেষ্টা করছে। সরকার কোনও সমস্যায় নেই এবং দৃঢ়ভাবে কাজ করছে।

হরিয়ানা কংগ্রেস বলেছে যে তারা রাজ্যপালকে চিঠি লিখে বলেছে যে সাইনি সরকার সংখ্যালঘু এবং তাদের বরখাস্ত করা উচিত, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক এবং নতুন বিধানসভা নির্বাচন ঘোষণা করা হোক।

অন্য দুই স্বতন্ত্র প্রার্থীর সমর্থন পাওয়া এই সরকার এখন ৯০ সদস্যের প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার চেয়ে দুই ধাপ পিছিয়ে রয়েছে, যার বর্তমান শক্তি ৮৮। বিজেপির ৪০ জন, কংগ্রেসের ৩০ জন, জন নায়ক জনতা পার্টির ১০ জন, হরিয়ানা লোকহিত পার্টি (এইচএলপি) ও ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের একজন করে বিধায়ক রয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের পদত্যাগের পর কারনাল আসনটি শূন্য হয়ে যাওয়ায় প্রাথমিকভাবে ৪১ জন বিধায়ক নিয়ে বিজেপি ৪০ জনে নেমে আসে।

তিনজন নির্দল বিধায়কের সমর্থন প্রত্যাহার প্রসঙ্গে খট্টর বলেন, নির্দল বিধায়কদের ব্যাপারে আমরা কিছুই করতে পারব না। বেশ কয়েকজন নেতা আমাদের সমর্থনে দাঁড়িয়ে আছেন এবং তারা যেন তাদের নেতাদের নিরাপদে রাখেন, শিগগিরই জানা যাবে কতজন আমাদের সঙ্গে যোগাযোগ করছেন।

প্রধান বিরোধী দল হোক যাদের ৩০ জন সদস্য রয়েছে, সে আমাদের সঙ্গেও অনেকে যোগাযোগ রাখছেন। ৩০ জন সদস্য নিয়ে তারা কী করতে চায়? ৩০ জন সদস্য অনাস্থা প্রস্তাব আনলেও কিছু হবে না। বুধবার কার্নালে রোড শোয়ের ফাঁকে তিনি বলেন, ওঁরা জানেন না অন্য দলের কতজন নেতা আমাদের পাশে দাঁড়াবেন।