Rabindra Jayanti: রবির কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত! শুনেছেন কি? যদি না-শুনে থাকেন, এখান থেকেই বাজিয়ে নিন

নামজাদা এবং প্রখ্য়াত শিল্পীদের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত তো সকলেই শুনেছেন। সে সব গান শুনে মন জুড়িয়েও যায়। কিন্তু স্রষ্টার নিজের কণ্ঠে সেই গান শোনার অনুভূতি কেমন ছিল?

২৫ বৈশাখ, সকাল থেকেই নানা জায়গায় বেজেই চলেছে রবীন্দ্রসঙ্গীত। হালের শিল্পীদের কণ্ঠে তো বটেই, তার সঙ্গে আগের প্রজন্মের বহু শিল্পীর গলাতেও রবীন্দ্রসঙ্গীত বাজছে পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে। কিন্তু আজকের দিনে যদি তাঁর নিজের কণ্ঠে শোনা যায় তাঁর নিজের লেখা গান? কেমন হবে সেই অনুভূতি?

প্রথমেই শুনে নিন তাঁর গাওয়া ‘তবু মনে রেখো’।

ঘটনাচক্রে এই গানটির আবার এর চেয়েও পুরনো একটি রেকর্ডিং পাওয়া যায় রবি ঠাকুরের কণ্ঠেই। সেটিও শুনে নিতে পারেন।

তবে একটি নয়, তাঁর নিজের লেখা এবং গাওয়া গানের বেশ কয়েকটিরই রেকর্ডিং এখনও পাওয়া যায়। রইল আরও একটি উদাহরণ।

তবে রবি ঠাকুরের কণ্ঠে সবচেয়ে জনপ্রিয় হয়েছিল আমাদের জাতীয় সঙ্গীতের রেকর্ডিং। এখনও নেটদুনিয়া ঘাঁটলে বেরিয়ে আসে সে সব রেকর্ডিং। শুনে নেওয়া যাক।

গানে গানে ভর উঠুক ২৫ বৈশাখ। সারা দিন ভরা থাক রবীন্দ্রসঙ্গীতে। তার মধ্যেই বাজতে থাকুক কবিকণ্ঠে তাঁর নিজের লেখা গান।