Air Conditioner Issues In Thunderstorm: গ্রীষ্মের তীব্র দাবদাহ থেকে ক্ষনিকের জন্য হলেও রেহাই মিলছে। রেহাই দিচ্ছে বৃষ্টি। গত দুদিনই রাজ্যের বেশ কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। এসির হাওয়ার থেকে বৃষ্টি যেন অনেকাংশে ভাল। প্রাণে যেন আরাম যোগায়। কিন্তু এই ঝড়বৃষ্টির মধ্যে তো আর জানলা দরজা খুলে রাখা যায় না। আবার সেগুলি বন্ধ করে দিলে ঘর গুমোট হয় বলে অনেকে এসি চালান। কিন্তুু ঝড়বৃষ্টির মধ্যে এসি কতটা ভাল ? এমন সময় এসি চালালে এসি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে না তো ?
ঝড়বৃষ্টিতে এসি চালানো ভাল ?
একাধিক বিশেষজ্ঞ এসি সংস্থার মতে, ঝড় বৃষ্টির মধ্য়ে এসি চালালে নষ্ট হয়ে যেতে পারে গোটা মেশিন। কারণ এই সময় প্রকৃতির মধ্যে প্রায় ৫ বিলিয়ন অর্থাৎ ৫০০ কোটি জুল পর্যন্ত তড়িৎ উৎপন্ন হতে পারে। এই তড়িৎ এসি মেশিনের মধ্যে প্রবাহিত হলে মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যায় মেশিন।
সার্কিট ব্রেকার থাকলেও কি ভয় ?
সব যন্ত্রের মতোই এসির মধ্যেও সার্কিট ব্রেকার থাকে। তড়িৎ পরিবহনের ব্যবস্থাকে বলা হয় সার্কিট। এই তড়িৎ পরিবহনে যেটি বাধা দেয়, সেটি হল সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকার থাকলেও কি এয়ার কনডিশনার মেশিন নষ্ট হয়ে যেতে পারে ? বিশেষজ্ঞদের মতে, হ্যাঁ। হতে পারে । হওয়াটা মোটেই অস্বাভাবিক কিছু নয়। এমনকি প্রাণহানিও হতে পারে। কারণ ৫০০ কোটি জুল পর্যন্ত তড়িৎ সার্কিটে প্রবেশ করলে ব্রেকার কাজ করার আগেই সেটি মেশিনে চলে যেতে পারে। আর সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যেতে পারে। মেশিন।
গ্রাউন্ডিং/আর্থিং করা থাকলেও ?
এখন প্রায় প্রত্যেক বাড়িতেই হাজার একটা ইলেকট্রনিক যন্ত্রপাতি থাকে। এই যন্ত্রপাতিগুলিকে বিদ্যুৎ বজ্রপাতের হাত থেকে বাঁচাতে গ্রাউন্ডিং বা আর্থিং করা থাকে। সব নির্মাণেই এই আর্থিংয়ের ব্যবস্থা থাকে। কিন্তু এই আর্থিং কি এসি বাঁচাতে পারে ? বিশেষজ্ঞদের মতে, না। সবসময় যে আর্থিং খুব কার্যকরী হয় তা কিন্তু নয়। বরং আর্থিং থাকতেও দুর্ঘটনা ঘটে।
তাহলে এসি মেশিন বাঁচানোর উপায়
বিশেষজ্ঞদের মতে, সবচেয়ে ভাল উপায় মেশিন বন্ধ করে রাখা। বৃষ্টি ঝড় বাদলা যখনই শুরু হচ্ছে, তখনই এসি মেশিন অফ করে দিতে হবে। প্লাগ খুলে রাখতে হবে প্লাগ পয়েন্টে। সাবধানের মার নেই। তাই এই পন্থাই শ্রেষ্ঠ।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন – World Asthma Day 2024: দূষণের জেরে বাড়ছে অ্যাজ়মা, কোন খাবারে রেহাই ? কোন অভ্যাস সুস্থ রাখবে ফুসফুস
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
Calculate The Age Through Age Calculator
আরও দেখুন