Uchha Madhyamik 2024 Result: কবে উচ্চমাধ্যমিকের মার্কশিট পাবেন? HT বাংলায় দেখুন রেজাল্ট! লাগবে না ৫ সেকেন্ডও

আজ উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং সার্টফিকেট পাবেন না পরীক্ষার্থীরা। ছুটির দিনে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করা হলেও আজ পরীক্ষার্থীদের মার্কশিট এবং সার্টফিকেট প্রদান করা হবে। আগামী শুক্রবার নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে স্কুলের প্রতিনিধিদের হাতে মার্কশিট এবং সার্টফিকেট তুলে দেবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তবে কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন, তা আজ দুপুর তিনটে থেকেই জানতে পারবেন পরীক্ষার্থীরা। সেইসময় থেকে অনলাইনে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখা যাবে। আর রেজাল্ট দেখা যাবে ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ (bangla.hindustantimes.com) থেকে। তাছাড়া wbresults.nic.in থেকেও নিজেদের রেজাল্ট দেখতে পারবেন পড়ুয়ারা।

শুক্রবার কখন থেকে মার্কশিট এবং সার্টিফিকেট প্রদান করা হবে?

সংসদের তরফে জানানো হয়েছে যে শুক্রবার ১০ টা থেকে সংসদের নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং সার্টফিকেট বিতরণ করা হবে। সংসদ সরাসরি পরীক্ষার্থীদের হাতে সেই নথিপত্র তুলে দেবে না। স্কুলের প্রতিনিধিদের হাতে সেই নথি দেবে। তারপর স্কুলের প্রতিনিধিরা সংশ্লিষ্ট পৌঁছাবেন যখন, সেটার উপর নির্ভর করছে যে কখন পরীক্ষার্থীরা নিজেদের হাতে মার্কশিট এবং সার্টিফিকেট পাবেন।

আরও পড়ুন: WBJEE 2024 Answer Key and Result Date: রাজ্য জয়েন্ট কত পাবেন? প্রাথমিক আভাস দিল WBJEE! কবে রেজাল্ট প্রকাশিত হবে?

কীভাবে উচ্চমাধ্যমিকে নিজের প্রাপ্ত নম্বর জানতে পারবেন?

১) উচ্চমাধ্যমিকে নিজের রেজাল্ট দেখতে চান তো? তাহলে প্রথমেই ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য় চলে আসুন। কয়েকটা ধাপেই উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন পড়ুয়ারা।

২) হোমপেজে উচ্চমাধ্যমিকের লাইভ ব্লগের মধ্যেই দেখতে পাবেন যে বাঁ-দিকে একটা জায়গা আছে। সেখানে আছে ‘উচ্চমাধ্যমিকের রেজাল্ট (WB Class 12th Results)’। তাতে ক্লিক করতে হবে পরীক্ষার্থীদের।

৩) নতুন একটি পেজ খুলে যাবে। ঝটপট উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর রোল নম্বর এবং কোড দিয়ে সাবমিট করুন। উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন আপনিও।

আরও পড়ুন: ISC 2024 ‘Topper’ Ritisha Bagchi: ৯৯.৭৫% পেয়ে রাজ্যে ISC-তে ‘প্রথম’ রীতিশা! ইতিহাস নিয়ে পড়ে হতে চান সাংবাদিক

চটজলদি দেখুন উচ্চমাধ্যমিকের রেজাল্ট

উচ্চমাধ্যমিক রেজাল্টের একটাই ডেস্টিনেশন- হিন্দুস্তান টাইমস বাংলা

হিন্দুস্তান টাইমস বাংলায় নিজের উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট তো দেখা যাবে। সেইসঙ্গে দুপুর ১ টা থেকে যখন সংসদ আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশের জন্য সাংবাদিক বৈঠক করবে, তখনও যাবতীয় টাটকা আপডেট দেখতে পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়। কে প্রথম হলেন, কে দ্বিতীয় হলেন, মেধাতালিকায় কারা জায়গা করে নিলেন, পাশের হার কত, কোন জেলায় পাশের হার কত, তা জানতে হিন্দুস্তান টাইমস বাংলায় চোখ রাখুন। 

আরও পড়ুন: Madhyamik 2024: মোবাইল না থাকাই সাফল্যের অন্যতম কারণ, মাধ্যমিকে ছক্কার পরে মত নরেন্দ্রপুরের প্রধান শিক্ষকের