WBCHSE HS 2024 Result: একটু পরেই উচ্চমাধ্যমিক ফলপ্রকাশ হবে, কীভাবে নিজের রেজাল্ট দেখবেন? জানুন এখানে

উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশের সকালটা চলে এল। আর কয়েক ঘণ্টার অপেক্ষা পরেই ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করা হবে। রীতি মেনে প্রথমে আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। দুপুর ১ টায় সেই সাংবাদিক বৈঠক হবে। তারপর দুপুর ৩ টে থেকে ওয়েবসাইটে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে। ২০২২ সাল এবং ২০২৩ সালের মতো এবারও ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ থেকে নিজেদের উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন পড়ুয়ারা। কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন, সেইসব যাবতীয় তথ্যও জানা যাবে। আর সকলের আগে রেজাল্ট জানতে পড়ুয়ারা এখনও ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য় রেজিস্টার করে রাখতে পারেন। তাহলেই উচ্চমাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হলেই পড়ুয়াদের ফোন এবং ইমেল আইডিতে জানিয়ে দেবে ‘হিন্দুস্তান টাইমস বাংলা’।

কীভাবে ওয়েবসাইট থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখা যাবে?

১) ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য় (bangla.hindustantimes.com) চলে আসুন।

২) ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র পেজটা খুলে গেলেই স্ক্রিনের বাঁ-দিকে দেখবেন। সেখানে ‘উচ্চমাধ্যমিকের রেজাল্ট (WB Class 12th Results)’ দেখতে পাবেন। সেখানে ক্লিক করতে হবে।

৩) নয়া পেজ খুলে যাবে। সেখানে রোল নম্বর এবং রোল কোড দিতে হবে পড়ুয়াদের। তারপরই সাবমিট করতে হবে।

৪) সাবমিট করলেই নিজের উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে পাবেন পড়ুয়ারা। যা ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রাখতে পারবেন পড়ুয়ারা।

উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন – এখানে ক্লিক করুন।

এখানেই দেখে নিন উচ্চমাধ্যমিকের রেজাল্ট

উচ্চমাধ্যমিকে পাশের হার (২০০৮ সাল থেকে)

১) ২০০৮ সালে পাশের হার: ৮০.৩৮ শতাংশ।

২) ২০০৯ সালে পাশের হার: ৮২.০৮ শতাংশ।

৩) ২০১০ সালে পাশের হার: ৮০.৭৮ শতাংশ।

৪) ২০১১ সালে পাশের হার: ৭৬.৫৪ শতাংশ।

৫) ২০১২ সালে পাশের হার: ৭৭.৮৮ শতাংশ।

৬) ২০১৩ সালে পাশের হার: ৭৭.৩৫ শতাংশ।

৭) ২০১৪ সালে পাশের হার: ৭৮.৪২ শতাংশ।

৮) ২০১৫ সালে পাশের হার: ৮২.৩৮ শতাংশ।

৯) ২০১৬ সালে পাশের হার: ৮৩.৬৫ শতাংশ।

১০) ২০১৭ সালে পাশের হার: ৮৪.২ শতাংশ।

১১) ২০১৮ সালে পাশের হার: ৮৩.৭৫ শতাংশ।

১২) ২০১৯ সালে পাশের হার: ৮৬.২৯ শতাংশ।

১৩) ২০২০ সালে পাশের হার: ৯০.১৩ শতাংশ।

১৪) ২০২১ সালে পাশের হার: ১০০ শতাংশ।

১৫) ২০২২ সালে পাশের হার: ৮৮.৪৪ শতাংশ।

১৬) ২০২৩ সালে পাশের হার: ৮৯.২৫ শতাংশ।

আরও পড়ুন: WBJEE 2024 Answer Key and Result Date: রাজ্য জয়েন্ট কত পাবেন? প্রাথমিক আভাস দিল WBJEE! কবে রেজাল্ট প্রকাশিত হবে?