তিরুঅনন্তপুরম : এবার West Nile নিয়ে সতর্কবার্তা কেরলে। ইতিমধ্যেই এই জ্বরে আক্রান্ত ১০-এর বেশি মানুষ। কিউলেক্স প্রজাতির মশার কামড়ে এই রোগ ছড়ায়। কেরলের তিনটি জেলা- মালাপ্পুরম, কোঝিকোড় ও থ্রিশূরে এই জ্বরের প্রকোপ দেখা গেছে। সংক্রমণের এই বাড়বাড়ন্ত লক্ষ্য করে, কেরলের স্বাস্থ্য দফতর সতর্কতা জারি করেছে। প্রশাসনকে বর্ষার আগেই পরিচ্ছন্নতার কাজ গুটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।
West Nile জ্বর কী ?
West Nile এক প্রকার ভাইরাল সংক্রমণ। যা প্রাথমিকভাবে মশার মাধ্যমে সংক্রমিত হয়। এর কারণ West Nile virus (WNV)। এই ভাইরাস মূলত- আফ্রিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, উত্তর আমেরিকা ও পশ্চিম এশিয়ায় পাওয়া যায়। West Nile ভাইরাসে আক্রান্তদের অধিকাংশেরই কোনও উপসর্গ দেখা যায় না। West Nile virus-এ আক্রান্ত প্রায় ২০ শতাংশ মানুষের West Nile জ্বর দেখা যায়। যদিও কিছু ক্ষেত্রে বিশেষত যাঁরা বয়স্ক বা যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাঁদের ক্ষেত্রে মৃদু জ্বরের উপসর্গ দেখা দিতে পারে। জ্বর, মাথায় ব্যথা, শরীরে যন্ত্রণা ও ক্লান্তির সমস্যা দেখা দিতে পারে। বাড়াবাড়ি হলে মেনিনজাইটিস বা এনসেফেলাইটিসের মতো জটিলতা দেখা দিতে পারে। যার জেরে স্নায়বিক ক্ষতি থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে।
২০১১ সাল থেকে কেরলের বিভিন্ন রাজ্যে West Nile জ্বরের খবর এসেছে। কাজেই এনিয়ে চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। West Nile জ্বর নিয়ন্ত্রণ সংক্রান্ত বৈঠকে মেডিক্যালের জেলা স্তরের আধিকারিক এবং স্থানীয় প্রশাসনকে একগুচ্ছ নির্দেশিকা দেন তিনি। পাশাপাশি তিনি রাজ্যবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন, কারো জ্বর হলে বা কোনও রকম উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসা করান। West Nile প্রতিরোধের ক্ষেত্রে মশা নিয়ন্ত্রণ ও উৎস ধ্বংস করার প্রয়োজন আছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, West Nile জ্বর জাপানি জ্বরের মতোই। অতটা গুরুতর নয়। তবে, সতর্ক থাকতে হবে। বাড়িঘর এবং আশপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। জল যাতে না জমে তা খেয়াল রাখতে হবে।
তবে, West Nile-এ সংক্রমিত হতে পারে পাখিরাও। ১৯৩৭ সালে উগান্ডায় প্রথম এই ভাইরাসকে শনাক্ত করা হয়। ২০১১ সালে কেরলের আলাপ্পুঝায় প্রথম এই রোগের খবর পাওয়া যায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
Calculate The Age Through Age Calculator
আরও দেখুন