Gobordanga Local: ট্রেনের নীচে ফুলকি, পোড়া গন্ধ, দাঁড়িয়ে পড়ল গোবরডাঙা লোকাল

অশোকনগর স্টেশনে দাঁড়িয়ে পড়ে আপ গোবরডাঙা লোকাল। ট্রেনের চাকা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সেই সঙ্গেই পোড়া পোড়া গন্ধ বের হয়। এতে যাত্রীদের মধ্য প্রচন্ড আতঙ্ক ছড়ায়। এদিকে ওই ট্রেনে অফিস ফেরত অনেক যাত্রী ছিলেন। তারা সমস্যায় পড়ে যান। অনেকেই আতঙ্কে দ্রুত অশোকনগর স্টেশনে নেমে পড়েন।

রেলকর্মীরা দ্রুত স্টেশনে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য় চেষ্টা করেন। যাত্রীদের একাংশের দাবি ট্রেনটি ৪ নম্বর প্লাটফর্মে প্রবেশের পরেই কামরার নীচে থেকে পোড়া পোড়া গন্ধ বের হতে থাকে। এরপরই রেলের তরফে এনিয়ে মাইকে ঘোষণা করা হয়। চালক এরপর ট্রেনটিকে স্টেশনেই দাঁড় করিয়ে রাখেন। এরপর রেলকর্মীরা কোথায় সমস্যা রয়েছে সেটা বোঝার চেষ্টা করেন। পরে ট্রেনটি গোবরডাঙার দিকে ফের রওনা দেয়। 

পরে বোঝা যায় যে ট্রেনের ব্রেকের যে অংশ রয়েছে সেখানে ফুলকি দেখা যাচ্ছে। ঘর্ষণের ফলে সেখানে ফুলকি হচ্ছিল বলে মনে করা হয়। মিনিট দশেক ট্রেনটি ওই স্টেশনে দাঁড়িয়েছিল। সব দিক পরীক্ষা করার পরে ট্রেনটিকে ফের ছাড়া হয়। ট্রেনটির চাকার কাছ থেকে এভাবে ধোঁয়া বের হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছিল যাত্রীদের মধ্য়েও। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।