Rahul Hits back Modi: ‘দেশ জানে দুর্নীতির টেম্পোর চালক আর খালাসি কে’, মোদীর আম্বানি-আদানি মন্তব্যের পাল্টা দিলেন রাহুল

রাহুলকে নিশানা করে মোদীর ‘আম্বানি-আদানি’ প্রসঙ্গে খোঁচার জবাব ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই দিয়ে দিলেন রাহুল গান্ধী। এক ভিডিয়োয় সরাসরি নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করেই বার্তা রেখেছেন কংগ্রেসের কেরলের ওয়েনাদের সাংসদ রাহুল গান্ধী। তিনি ভিডিয়োয় বক্তব্যের শুরুতেই বলেছেন, ‘নমস্কার মোদীজি, আপনি কি ঘাবড়ে গেলেন?’ এই মন্তব্য দিয়ে শুরু করে রাহুল গান্ধী বলেন মোদীর বক্তব্যের পাল্টা জবাব দেন। ভিডিয়োর ট্য়াগলাইনে লেখা- ‘দেশে দুর্নীতির টেম্পোর চালক আর খালাসি কে, সেটা দেশ জানে।’

( Akshay Tritiya 2024: সামনেই ২০২৪ অক্ষয় তৃতীয়া, সোনা কিনতে গিয়ে খাঁটি সোনা চিনবেন কী করে? রইল সহজ উপায়ের খোঁজ)

সকালে তেলাঙ্গানার সভা থেকে নরেন্দ্র মোদী বলেছিলেন,’ যবে থেকে ভোট ঘোষণা হয়েছে, তিনি (রাহুল) আম্বানি আদানিকে গালি দেওয়া বন্ধ করে দিয়েছেন। আমি আজ তেলাঙ্গানার মাটি থেকে প্রশ্ন করতে চাই, ধনী শাহজাদা ঘোষণা করুন, এই ভোটে আম্বানি আদানিদের থেকে কত টাকা তুলেছেন তাঁরা?’ মোদীর দাবি ছিল, ‘টেম্পো ভরে নোট কি কংগ্রেসের কাছে পৌঁছেছে? ’ মোদীর প্রশ্ন,’কী সওদা হয়েছে?’ এরপর বেলা গড়াতেই পাল্টা জবাব দিলেন রাহুল গান্ধী। কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী বলেন,’ সাধারণত আপনি বন্ধ ঘরে আম্বানি আর আদানিজির কথা বলেন, প্রথমবার আপনি পাবলিকের সামনে আদানি, আদানি.. আম্বানি বলেন.. আপনার তো এটাও জানা যে এঁরা টেম্পোতে টাকা দেন। আপনার কি এটা ব্যক্তিগত অভিজ্ঞতা?’

 

শ্লেষে ধারালো শান দিয়ে রাহুুল এরপর বলেন,’ একটা কাজ করুন, সিবিআই, ইডিকে এঁদের কাছে পাঠান… পুরো তদন্ত করুন, জলদি করুন, ঘাবড়াবেন না।’ এরপর রাহুল বলেন, ‘ আর আমি দেশকে ফের বলতে চাই, যত টাকা এই লোকগুলোকে নরেন্দ্র মোদী দিয়েছেন, ততটাই টাকা আমরা ভারতের গরিব মানুষকে দিতে চলেছি।’ রাহুল এরপর বলেন, ‘মহালক্ষ্মী যোজনা, পেহলি নকরি পাক্কি যোজনা এগুলির দ্বারা কোটি কোটি মানুষ লাখপতি হবেন’। হিন্দিতে রাহুল বলেন,’ইনহোনে (বিজেপি) ২২ আরাপতি বনায়া হাম কড়োড়ো লাখপতি বনায়েঙ্গে।’ এর আগে মোদী তেলাঙ্গানার সভায় বলেন, ‘কংগ্রেসের শাহজাদা গত ৫ বছর ধরে, সকালে উঠেই মালা যপ করতেন… যবে থেকে ওঁদের রাফেল মামলা গ্রাউন্ডেড হয়ে গিয়েছে, তবে থেকে ওঁরা একই মালা যপ করছেন। গত ৫ বছর ধরে একই মালা যপ করছেন, ৫ উদ্যোগপতি… যবে ভোট ঘোষণা হয়েছে, কিন্তু আম্বানি আদানিকে গালি দেওয়া বন্ধ করে দিয়েছেন। আমি আজ তেলাঙ্গানার মাটি থেকে প্রশ্ন করতে চাই, ধনী শাহজাদা ঘোষণা করুন, এই ভোটে আম্বানি আদানিদের থেকে কত মাল (টাকা) তুলেছেন তাঁরা?’