IPL 2024 Shah Rukh Khan encourages cricketers even after loss reveals Kolkata Knight Riders spinner Varun Chakravarthy

সন্দীপ সরকার, কলকাতা: আইপিএলে শোরগোল পড়ে গিয়েছে একটি ঘটনায়। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ হেরে লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka) মাঠের ধারেই ভর্ৎসনা করছেন দলের অধিনায়ক কে এল রাহুলকে (KL Rahul) – সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্য ভাইরাল। গোয়েঙ্কার সমালোচনায় সরব সব মহল। কে এল রাহুলের দল ছেড়ে বেরিয়ে যাওয়া উচিত কি না, তা নিয়েও জোর জল্পনা। 

আর এই পরিস্থিতিতে কলকাতা নাইট রাইডার্স (KKR vs MI) শিবিরে ঢুঁ মারলে মনে হবে, ভিন গ্রহে এসে পড়েছেন। টিম মালিককে নিয়ে মুগ্ধ ক্রিকেটারেরা। দলের যার সঙ্গেই কথা বলুন না কেন, নির্যাস হচ্ছে, আরও ভাল খেলার অক্সিজেন পাওয়া যাচ্ছে মালিকের কাছ থেকেই।

শাহরুখ খানকে (Shah Rukh Khan) নিয়ে মন্ত্রমুগ্ধ কেকেআর শিবির। যিনি নাকি দলের সকলকে আলাদা আলাদা করেও বলে দিয়েছেন যে, হার-জিত তো ম্যাচের অঙ্গ। চাপ নিও না। চাপমুক্ত থেকে মাঠে নামো। মনে করো, আর একটা ম্যাচ খেলতে নামছো। জেতা-হারা নিয়ে উদ্বিগ্ন হতে হবে না। তাতে পারফরম্যান্সে প্রভাব পড়ে। খোলা মনে খেলো।

বলা হচ্ছে, কেকেআরের চলতি আইপিএলে সাফল্যের নেপথ্যে মালিকের এই পেপ টকই আসল কারিগর।

শনিবার ইডেন গার্ডেন্সে কেকেআরের সামনে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচের আগের দিন, শুক্রবার সাংবাদিক বৈঠকে এসে স্পিনার বরুণ চক্রবর্তী বললেন, ‘কলকাতায় প্রায় সব ম্যাচেই মাঠে থাকছেন শাহরুখ খাই। এমনকী, যে ম্যাচে আমরা হেরে গিয়েছি, সেখানেও ড্রেসিংরুমে এসে এক ঘণ্টা কথা বলেছেন। প্রত্যেককে আলিঙ্গন করেছেন। বলেছেন, এটা সামান্য একটা ম্যাচ তো। ক্রিকেট প্রত্যেক মুহূর্তে পাল্টাচ্ছে। পরের ম্যাচে ভাল খেলার চেষ্টা কোরো। তাহলেই হবে। এবার দেখছি ওঁর মধ্যে বিরাট পরিবর্তন হয়েছে। ভীষণ ভাল পরিস্থিতি বুঝতে পারছেন। সব কথা মন খুলে ওঁকে বলা যায়। যার বিরাট প্রভাব পড়েছে দলের খেলায়। আমি নিজে প্রথমবার শাহরুখ ভাইয়ের সঙ্গে এবারই কথা বলার সুযোগ পেলাম। দারুণ অভিজ্ঞতা।’

শুনলে কে বলবে, দলের প্রত্যাশিত পারফরম্যান্স না হওয়ায় প্রথম অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে নেতৃত্ব থেকে সরে যেতে কার্যত বাধ্য করা হয়েছিল। সেই সময় আঙুল উঠেছিল এই শাহরুখের দিকেই। সেই থেকে বাজিগর-দাদার সম্পর্কেও ছিল শীতলতা। যদিও সম্পর্কের সেই বরফ গলার ইঙ্গিত পাওয়া গিয়েছে। ইডেনে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের পর সৌরভকে জড়িয়ে ধরেছিলেন বাদশা।

আইপিএলের বয়স সতেরো। আর এই ১৭ বসন্ত পেরিয়ে টিমমালিক হিসাবে শাহরুখ খানও কি উদাহরণ তৈরি করছেন?

আরও পড়ুন: IPL Exclusive: চন্দননগর থেকে আইপিএলের আকাশে বাংলার একমাত্র উজ্জ্বল তারা, অভিষেকের অজানা গল্প

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন