Kolkata: সকলের সামনে শহর কলকাতায় হেনস্থা তরুণীকে, প্রতিবাদ করলে মারধর তাঁর বন্ধুকে, এগিয়ে এল না কেউ!

শহর কলকাতায় ফের সাত সকালে এক তরুণীকে হেনস্থার অভিযোগ উঠেছে। তরুণীকে লক্ষ্য করে একদল যুবক কুরুচিকর মন্তব্য করছিল বলে অভিযোগ। এদিকে ওই তরুণী তার এক পুরুষ সঙ্গীর সঙ্গে ছিলেন। তাঁরা এই ঘটনার প্রতিবাদ করলে তাদের মারধর করা হয় বলে অভিযোগ। টালিগঞ্জ থানার শরৎ বোস রোড এলাকার ঘটনা। এনিয়ে টালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এনিয়ে এফআইআর করে তদন্ত শুরু করা হয়েছে। 

এদিকে ফলাও করে বলা হয় যে কলকাতা নাকি নিরাপদ শহর। কিন্তু সেখানেই হল এই ঘটনা। 

এদিকে গভীর রাতের ঘটনা নয়। ভোরবেলা এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠছে। সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ ওই তরুণী ও তাঁর বন্ধু স্থানীয় একটি স্ন্যাক্সের দোকানে গিয়েছিলেন। 

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ওই তরুণী। ঠিক কী অভিযোগ তা তিনি জানিয়েছেন। ওই তরুণীর দাবি, সেই সময় খাবার তখনও তৈরি হয়নি। ওরা তৈরি করছিল। আমরা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। কিছুক্ষণের মধ্য়ে ১২-১৫জনের ছেলের একটি দল আসে। এসেই তারা পার্কিংয়ের রাখা আমার স্কুটিতে ধাক্কা দেয়। ছেলেগুলি মদ্যপ ছিল বলে আমি কিছু বলিনি। তবে আমাকে দেখে তারা নানারকম অঙ্গভঙ্গি করতে থাকে। কুরুচিকর হাবভাব করছিল। আমার অস্বস্তি হচ্ছিল তা দেখে। 

তারপর কী হল? 

ওই তরুণীর দাবি, এরপর তাঁর বন্ধু প্রতিবাদ করেছিলেন। এরপরই ওই যুবকের দল দ্রুত তাদের দিকে তেড়ে আসে। তরুণীর অভিযোগ হেলমেট দিয়ে তার বন্ধুকে মাটিতে ফেলে পেটানো হয়েছিল। 

কিন্তু এখানেই প্রশ্ন সকলের চোখের সামনে এই ঘটনা হল। কেউ এগিয়ে এল না? কেউ বাঁচাতে এগিয়ে এল না? দোকানের কর্মীরা সব দেখলেন?

এনিয়ে তরুণীর দাবি, ওখানে অনেকেই ছিলেন। কিন্তু কেউ এগিয়ে আসেননি। সকলেই দেখছিলেন। এমনকী দোকানের যারা কর্মী ছিলেন তারাও  কেউ এগিয়ে আসেননি। পরে খবর পেয়ে টালিগঞ্জ থানার পুলিশ ওইখানে আসেন। 

এদিকে সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে এলাকায় শোরগোল পড়ে যায়। তবে ওই যুবকের দল হেলমেট দিয়ে তার বন্ধুকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। 

ওই তরুণীর দাবি, আমাকে ওরা ধাক্কা মেরেছিল। কুরুচিকর মন্তব্য করতে থাকে। আমাকে টাচ করে। এরপর ওরা বলে, মেরে পুঁতে দেব এখানে কিছু করতে পারব না।