সকালে ঢাকায় ঝুম বৃষ্টি, হতে পারে রাতেও

সকালে ঝুম বৃষ্টিতে ভেসে গেছে রাজধানীর অধিকাংশ সড়ক। এক থেকে দেড় ঘণ্টার টানা বৃষ্টিতে কমে এসেছে শুক্রবারের (১০ মে) তাপপ্রবাহ। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ শনিবার (১১ মে) সকালে ঢাকায় ৮৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ রাতে আবারও বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।  

আবহাওয়াবিদ ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে জানান, সকাল ৬টার পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারা দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে টাঙ্গাইলে ৪৯ মিলিমিটার। আর ঢাকায় এই সময়ে তেমন বৃষ্টি না হলেও সকালে ঢাকায় বৃষ্টির পরিমাণ ছিল ৮৭ মিলিমিটার। গত কয়েকদিনের মধ্যে এটাই রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। আজ দিনে আর বৃষ্টির সম্ভাবনা নেই, তবে রাতের দিকে আবারও ঝড়বৃষ্টি হতে পারে ঢাকায়।

শনিবার সরকারি অফিস বন্ধ থাকলেও জরুরি সেবা ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো খোলা। তুমুল বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয়েছে অফিসগামীসহ জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষকে। একদিকে যানবাহন সংকট, অন্যদিকে প্রচুর বৃষ্টিতে ডুবে গেছে অনেক পথঘাট।

আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে রবিবারের পূর্বাভাসে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।