Amit Shah on Narendra Modi as PM issue: ‘মোদীই PM থাকবেন, পার্টিতে কোনও বিভ্রান্তি নেই’, কেজরিকে পাল্টা জবাব শাহের

বিজেপির তরফে নরেন্দ্র মোদীই কি প্রধানমন্ত্রিত্বের পুরো সময়কাল থাকবেন? এই প্রশ্ন উস্কে দিয়ে এদিন ভোট পারদ চড়িয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এরপর আপ প্রধান, তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জবাব দিয়ে বিজেপির চাণক্য অমিত শাহ দাবি করেন যে, মোদীই প্রধানমন্ত্রী থাকবেন বিজেপির তরফে, আর পুরো মেয়াদকাল তিনিই থাকবেন প্রধানমন্ত্রী।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ বলেন ‘আমি অরবিন্দ কেজরিওয়াল তার কোম্পানিকে বলতে চাই যে মোদীজি ৭৫ বছর বয়সী হয়ে যাওয়া নিতে তাঁদের আনন্দ করার কিছু নেই। এটা বিজেপির সংবিধানে কোথাও লেখা নেই যে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। তিনিই প্রধানমন্ত্রী হবেন আর নিজের মেয়াদ পূরণ করবেন। পার্টিতে এই নিয়ে কোনও বিভ্রান্তি নেই।’ শনিবার তেলাঙ্গানায় এক সাংবাদিক সম্মেলনে অমিত শাহের কাছে কেজরিওয়ালের দাবি নিয়ে প্রশ্ন যায়। কেজরিওয়ালের দাবি ছিল, পরের বছর নরেন্দ্র মোদী ১৭ সেপ্টেম্বর ৭৫ বছর বয়সী হবেন। তখন যোগী আদিত্যনাথের নাম কাটা যাবে আর প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ। এই দাবির নেপথ্যে কেজরিওয়ালের যুক্তি ছিল যে, ‘নরেন্দ্র মোদী নিজে পার্টিতে নিয়ম করেছেন যে ৭৫ বছর বয়স হলে অবসর নিতে হবে।’ এর সমর্থনে কেজরিওয়াল নাম তুলে ধরেন যশবন্ত সিনহা, লালকৃষ্ণ আডবানি, সুমিত্রা মহাজনদের। এরপরই জবাব আসে অমিত শাহের কাছ থেকে। অমিত শাহ নিজের বক্তব্যের ভিডিয়ো পোস্ট করে সেখানে ট্যাগলাইন দিয়ে লেখেন, ‘মোদীজি শুধুমাত্র ২০২৯ সাল পর্যন্ত নয়, তার পরেও বিজেপি এবং দেশকে নেতৃত্ব দিতে থাকবেন… কেজরিওয়াল এবং ইন্ডি জোটের কারোর খুশি হওয়ার দরকার নেই।’

( ‘নিশ্চিতভাবে কেউ জানে না…’, পাক জঙ্গি শিবিরে ভারতের এয়ারস্ট্রাইক নিয়ে এবার প্রশ্ন তুললেন তেলাঙ্গানার CM রেবন্ত)

( Indian Railways Ticket Booking Rule: রেলে নয়া সুবিধা! অসংরক্ষিত ও প্ল্যাটফর্ম টিকিট এবার কাটা যাবে যেকোনও জায়গা থেকে)

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে ধরা পড়ে গত ৫০ দিন ধরে জেলবন্দি ছিলেন কেজরিওয়াল। শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশে জামিনে মুক্তি পেয়ে অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে আপাতত মুক্ত হয়েছেন। তারপরই তিনি শনিবার বিস্ফোরক দাবি করে বলেন,’এবার প্রধানমন্ত্রী মোদী অবসর নেবেন ১৭ সেপ্টেম্বর। যদি ওদের (বিজেপি জোট) সরকার হয় , তাহলে প্রথম ২মাসে এরা যোগীজির নাম কাটবে, পরে মোদীজির সবচেয়ে কাছের অমিত শাহকে ওরা প্রধানমন্ত্রী করবেন।”