Controversy on Viral Video: বিজেপি নেতার নাবালক ছেলে কি দিচ্ছে ভোট? ভিডিয়ো ঘিরে তুঙ্গে বিতর্ক, প্রশ্ন, নির্দেশ তদন্তের

সদ্য মধ্যপ্রদেশের বেরাসিয়ায় এক ভাইরাল ভিডিয়ো ঘিরে তুঙ্গে রয়েছে বিতর্ক। সেখানে দেখা যাচ্ছে, ভিডিয়োয় এক নাবালক ভোট কেন্দ্রে গিয়ে ইভিএম মেশিনে বোতাম টিপছে। ছেলেটির সঙ্গে রয়েছে এক বিজেপি নেতা। এরপরই অভিযোগ ওঠে যে, বিজেপি নেতার নাবালক ছেলে ভোট কেন্দ্রে গিয়ে ভোটদান করছে। 

এই গোটা ঘটনা ও অভিযোগ ঘিরে জেলাশাসক কৌশলেন্দ্র সিং জানিয়েছেন যে, গোটা ঘটনায় তাঁরা তদন্ত করবেন। ইতিমধ্যেই প্রিসাইডিং অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। অভিযুক্ত প্রিসাইডিং অফিসার কেন এই নাবালককে ভোট দিতে অনুমতি দিয়েছেন,তা নিয়ে উঠছে প্রশ্ন। এছাড়াও যে বিজেপি নেতার ছেলেকে ইভিঅমের মেশিনে বোতাম টিপতে দেখা গিয়েছে, সেই বিজেপি নেতা বিনয় মেহরের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে। এদিকে, ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক কৌশলেন্দ্র সিং। 

( Amit Shah on Narendra Modi as PM issue: ‘মোদীই PM থাকবেন, পার্টিতে কোনও বিভ্রান্তি নেই’, কেজরিকে পাল্টা জবাব শাহের)

এদিকে, ১৪ সেকেন্ডের ওই ভিডিয়োয় যে নাবালককে দেখা গিয়েছে ইভিএম মেশিনের বোতাম টিপতে, তাকে বিজেপি নেতা বিনয় মেহরের ছেলে বলে দাবি করা হচ্ছে। প্রশ্ন উঠছে বিধি ভেঙে কেন এমনটা হতে দেখলেন ওই বিজেপি নেতা? এছাড়াও ভোট কেন্দ্রের মধ্যে নাবালকের এই ভোটদান সম্পর্কিত ভিডিয়ো কীভাবে করা হল? তা নিয়েও উঠছে প্রশ্ন। ঘটনা ঘিরে এখনও কোনও মন্তব্য আসেনি নির্বাচন কমিশনের তরফে। এদিকে, কংগ্রেস নেতা কমলনাথের মিডিয়া অ্যাডভাইজারের ফেসবুক পোস্ট থেকে এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়া দেখা যায় বলে খবর। ভিডিয়োয় দেখা যাচ্ছে, ওই নাবালক তার বাবার সঙ্গে ভোট কেন্দ্রে এসেছে। সে ইভিএমের সামনে দাঁড়িয়ে সোজা কমল চিহ্নে ভোট দিচ্ছে। যে কমল চিহ্ন বিজেপির রাজনৈতিক প্রতীক। ভিডিয়োয় শোনা যাচ্ছে, বিনয় মেহর ওই নাবালককে বলছেন, ‘ঠিক আছে এটা যথেষ্ট।’

( Kejriwal on Modi and Shah Viral Video: ‘মোদী ৭৫ বছরের হলেই অবসর, শাহ হবেন PM’, বিস্ফোরক দাবি কেজরির) 

এই ভিডিয়ো ঘিরে যে সমস্ত প্রশ্ন উঠছে তা হল, ভোট কেন্দ্রের মধ্যে কি মোবাইল ফোন নিয়ে যাওয়া সঠিক কাজ? কেন বাবার সঙ্গে ওই ছেলেটিকে ভোট দিতে যাওয়ার জায়গায় যাওয়ার অনুমতি দেওয়া হল? কংগ্রেসের তরফে কমলনাথের মিডিয়া অ্যাডভাইজার প্রশ্ন তুলেছেন, ‘ এই নিয়ে কি কোনও পদক্ষেপ হবে?’ প্রসঙ্গত, ভোপাল লোকসভা কেন্দ্রের আওতায় রয়েছে বেরাসিয়া বিধানসভা অঞ্চল। সেখানের এক ভোট কেন্দ্রেই এই কাণ্ড ঘটেছে।