HS result 2024: HS-এ ৬ নম্বরের জন্য মেলেনি স্টার, ‘কাউকে মুখ দেখাতে পারছি না’ লিখে নিখোঁজ ছাত্রী

আশানুরূপ হয়নি উচ্চমাধ্যমিকের ফল। সেই কষ্টে পরিবারের কাউকে না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গেলেন ছাত্রী। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন ওই ছাত্রী। ইতিমধ্যেই থানায় নিখোঁজ ডায়েরি করেছেন ছাত্রীর পরিবারের সদস্যরা। কিন্তু, এখনও পর্যন্ত তার কোনও হদিশ মেলেনি। এই অবস্থায় পুলিশের উপরেই আস্থা রেখেছেন কিশোরীর পরিবারের সদস্যরা। ঘটনাটি বালুরঘাট শহরের খিদিরপুরের। ছাত্রীর নাম পায়েল বর্মন।

আরও পড়ুন: ফার্স্ট ডিভিশনে ৯৫% পড়ুয়া! উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ ৪৭৩ উঠল যাদবপুর বিদ্যাপীঠে

জানা গিয়েছে, খিদিরপুরের হালদারপাড়ার বাসিন্দা পায়েল বর্মন। তার বাবা বিমল বর্মন পেশায় মৎস্যজীবী। পরিবারের দাবি, বালুরঘাট খাদিমপুর গার্লস স্কুলের ছাত্রী পায়েল এবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষা ভালোই দিয়েছিলেন। আশা ছিল উচ্চ মাধ্যমিকে তার স্টার মার্কস আসবে। পরীক্ষার রেজাল্ট বেরোনোর পরেই সব স্বপ্ন ভেঙে যায়। বুধবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতেই জানা যায়, ৬ নম্বরের জন্য স্টার মার্কস পাননি পায়েল। এমন ফল হওয়ার পর তিনি মোটেই খুশি ছিলেন না। বুধবার ফল প্রকাশের পর থেকেই তিনি মনমরা ছিলেন। বাড়িতেও কারও সঙ্গে ভালোভাবে কথা বলেননি। এরপর দিন থেকে নিখোঁজ হয়ে যান পায়েল।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, সকালে বাড়ির সকলে কাজে ব্যস্ত ছিলেন। বাড়ি ফিরে এসে যখন তারা চা খাওয়ার জন্য মেয়েকে ডাকেন। তখন দেখেন দরজা ভেজানো রয়েছে। জুতো বাইরে রাখা ছিল। এরপর ঘরে ঢুকে দেখেন পায়েল নেই। মোবাইল ফোনটি রেখে গিয়েছিলেন পায়েল। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার হাদিস মেলেনি। ঘটনায় বালুঘাট থানায় নিখোঁজ ডায়েরি করেছেন পরিবারের সদস্যরা।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, পায়েলরা ৪ ভাইবোন। তার দুই দিদি রয়েছে। তাদের বিয়ে হয়ে গিয়েছে। এখন বাবা-মা এবং ভাইয়ের সঙ্গে তিনি থাকেন। পরিবার সদস্যরা জানিয়েছেন, মাধ্যমিকে খুব ভালো ফল করতে পারেননি পায়েল। তাই উচ্চমাধ্যমিকে ভালো ফল করার জন্য দিনরাত পরিশ্রম করেছিলেন। প্রচুর পড়াশোনা করেছিলেন।কিন্তু, রেজাল্ট খারাপ হওয়ার পর থেকে সারাদিন ঘরে বসে কান্নাকাটি করেছিলেন। তিনি উচ্চমাধ্যমিকে এবার ৭৩ শতাংশ নম্বর পেয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গিয়েছে। একটি ডায়েরি পাওয়া গিয়েছে। তাতে পায়েল লিখেছিলেন, ‘কাউকে মুখ দেখাতে পারছি না।’