Mother’s Day: ভালোবাসার কথা মাকে বলতে পারছেন না? রইল মাতৃ দিবসের কিছু শুভেচ্ছা বার্তা

একজন পিতা বাইরে বেরিয়ে অফিসের কাজকর্ম দেখেন ঠিকই কিন্তু একজন মা অফিস এবং ঘর দুটোই সমানতালে সামলাতে পারেন। মায়ের অনুপস্থিতি যে কোনও পরিবারে নিয়ে আসে অন্ধকার। আজ শুভ মাতৃ দিবসে তাই ঈশ্বরের কাছে এইটুকুই কামনা, পৃথিবীর সব মায়েরা যেন সুস্থ থাকে।

মাতৃ দিবসের ইতিহাস

“মা তোমায় আমি ভালোবাসি”, এই কথাটি বলার জন্য আলাদা করে কোনও দিনের প্রয়োজন হয় না। কিন্তু মাকে স্পেশাল ফিল করানোর জন্য একটা দিন ধার্য করাই যায়। ১৯১৪ সাল থেকে পৃথিবীর সব মায়েদের উদ্দেশ্যে পালন করা হয় হ্যাপি মাদার্স ডে। এই বছর ১২ মে পালন করা হবে মাদার্স ডে। মাকে বলুন, আপনি তাকে কতটা ভালবাসেন।

(আরো পড়ুন: শরীরে এই ৭ উপসর্গ দেখলে বুঝবেন, রয়েছে প্রোটিনের অভাব)

মাতৃ দিবসের শুভেচ্ছা

১) জীবনের সব ঝড় সামলে নিতে পারি যখন তুমি সঙ্গে থাকো।

২) আমার ভরসার একটাই ঠিকানা, মা। তোমাকে জানাই হ্যাপি মাদার্স ডে।

৩) আমার জীবনের সেরা বন্ধু, প্রকৃত শিক্ষক তুমি, মা। তোমাকে জানাই হ্যাপি মাদার্স ডে।

৪) একটি বাক্যে তোমায় প্রকাশ করা অসম্ভব, তুমি হলে গোটা পৃথিবী। হ্যাপি মাদার্স ডে মা।

৫) তোমার হাত ধরে প্রথম চলতে শেখা, আমার জীবনের প্রথম শিক্ষক আমার মাকে জানাই হ্যাপি মাদার্স ডে।

(আরো পড়ুন: ব্যস্ত জীবনে নিজেকে এনার্জেটিক রাখার জন্য এনার্জি ড্রিংক খাচ্ছেন? ঠিক করছেন তো)

৬) আমাকে নিয়ে দিনরাত চিন্তা করেছো তুমি, আজ শুধু তোমারই দিন। হ্যাপি মাদার্স ডে মা।

৭) সারা জীবন শুধু দিয়ে গেছো, বিনিময়ে চাওনি কিছুই। তোমাকে অনেক অনেক ভালোবাসা মা।

৮) আমার জন্য তুমি গোটা পৃথিবীর সঙ্গে লড়াই করতে পারো, কিন্তু আমার কাছে তুমি তো গোটা পৃথিবী। হ্যাপি মাদার্স ডে।

৯) আমার প্রথম ভালবাসা তুমি, তোমাকে জানাই হ্যাপি মাদার্স ডে- এর শুভেচ্ছা

১০) মুখে হয়তো কোনদিন বলা হয় না, কিন্তু তোমাকে ভীষণ ভালোবাসি আমি। হ্যাপি মাদার্স ডে।

১১) আমার জীবনের সেরা বন্ধু, আমার পথপ্রদর্শক। আমার মাকে জানাই শুভ মাতৃ দিবসের শুভেচ্ছা।

১২) ঈশ্বরের পরেই তোমার স্থান, এভাবেই আগলে রেখো সারা জীবন। শুভ মাতৃ দিবসের অনেক অনেক শুভেচ্ছা।