Sandeshkhali new sting video: সন্দেশখালির জন্য কত মদ, টাকা, অস্ত্র লাগবে? হিসাব ‘গঙ্গাধরের’, সামনে নয়া ভিডিয়ো

প্রথম পর্বের আটদিনের মাথায় সন্দেশখালির স্টিং অপারেশনের দ্বিতীয় ভিডিয়ো প্রকাশ্যে এল। ‘উইলিয়ামস’ নামে একটি ইউটিউব অ্যাকাউন্ট থেকে ওই ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) আপলোড করা হয়েছে। প্রথম পর্বের মতোই ওই ভিডিয়োয় স্যান্ডো গেঞ্জি পরা এক ব্যক্তিকে দেখা গিয়েছে। যিনি সন্দেশখালি-২ ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলে দাবি করা হয়েছে ওই ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা)। সন্দেশখালির আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য কত টাকা দেওয়া হয়েছে, কত মদ দিতে হবে, কতগুলি মোবাইল লাগবে, সেজন্য কত টাকা বাজেট ধরা হবে, সেইসব নিয়ে আলোচনা করতে শোনা গিয়েছে। যদিও বিষয়টি নিয়ে আপাতত তৃণমূল কংগ্রেস বা বিজেপির তরফে কোনও মন্তব্য করা হয়নি।

নয়া ভিডিয়োয় কী আছে?

ভিডিয়োর (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) শুরুতেই এক ব্যক্তিকে (তাঁকে ক্যামেরায় দেখা যায়নি, শুধু গলা শোনা গিয়েছে) বলতে শোনা গিয়েছে, ‘আজকে শুভেন্দু দা তাঁর লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো, সব সাপোর্টগুলো দিচ্ছে বলে……..শুনুন দাদা, খালি জিনিসে কিচ্ছু হবে না, খালি হাতে কখনও হবে না।’ তারইমধ্যে সাদা গেঞ্জি পরা ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘সব।’ সঙ্গে তিনি বলেন, ‘এক টাকাও ছাড়া সে কথা বলবে না।’

আরও পড়ুন: Sandeshkhali ‘fake rape cases’ update: রেখা ভুয়ো ধর্ষণের অভিযোগ করান, দাবি সন্দেশখালির মহিলার, দুর্ভাগ্য শুরু, বলল TMC

মদের টাকা নিয়ে আলোচনা

তারপর ওই ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) আলোচনা করতে শোনা যায় যে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য মহিলাদের কত টাকা দেওয়া হয়েছে। এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আপনাকে ভোট অব্দি টোটাল মদের সাপ্লাই কীরকম লাগবে? মহিলাদের জন্য আলাদা করে বলুন, পুরুষদের সঙ্গে আলোচনা করে বলুন।’ সেইমতো ভেবেচিন্তে ওই সাদা গেঞ্জি পরা জানান যে কোন জায়গায় বেশি মদ লাগবে, কোন জায়গায় মদ লাগবে। বুথপিছু ৫,০০০ টাকা চান। কত অস্ত্র লাগবে, সেটা নিয়েও আলোচনা করতে শোনা গিয়েছে ওই ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা)।

আরও পড়ুন: Mamata on governor molestation charges: ডাকলেও রাজভবনে যাব না, রাজ্যপালের পাশে বসাও পাপ, ‘শ্লীলতাহানি’ নিয়ে বললেন মমতা