T20 World Cup 2024: Khaleel Ahmed on making a comeback after 5 years get to know

নয়াদিল্লি: ২০১৯ সালে শেষবার জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন। কিন্তু পাঁচবছর পর হঠাৎ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) জন্য যে ভারতীয় দল ঘোষণা করা হয়েছে তাতে রিজার্ভ প্লেয়ার হিসেবে দলে নেওয়া হয়েছে খলিল আহমেদকে (Khaleel Ahmed)। শুভমন গিল, রিঙ্কু সিংহ ও আবেশ খানের সঙ্গে রিজার্ভ প্লেয়ার হিসেবে ভারতীয় দলের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্র উড়ে যাবেন খলিল। এবারের আইপিএলে এখনও পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের জার্সিতে ১২ ম্য়াচ খেলে ১৪ উইকেট ঝুলিতে পুরেছেন খলিল। তবে কি চলতি টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্য়ান্সই ফের জাতীয় দলের দরজা খুলে দিল খলিলের জন্য?

চলতি আইপিএলে প্লে অফের দৌড়ে রয়েছে দিল্লি ক্যাপিটালস। আগামীকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামবে তারা। তার আগে দলের একটি পডকাস্টে খলিল বলেন, ”যেভাবে গত কয়েক মাসে পারফর্ম করেছি ও যেভাবে আইপিএলের শুরুটা হয়েছিল, আমি আশা করেছিলাম যে কিছু একটা ভালই হবে। আইপিএলের ম্য়াচ যত এগোচ্ছিল, ততই আমার আত্মবিশ্বাসও বেড়েছিল। আমি মনে করি আমার বোলিং খুব ভাল হচ্ছে এখন। ধাপে ধাপে এগোচ্ছিলাম। যখন টি-টোয়েন্টি বিশ্বকাপের ঘোষিত ভারতীয় দলের রিজার্ভে সুযোগ পেলাম, তখন ভীষণ খুশি হয়েছিলাম।”


দেশের জার্সিতে ২০১৮ সালে টি-টোয়েন্টিতে প্রথম অভিষেক হয় খলিলের। সেই বছরই ওয়ান ডে ফর্ম্য়াটেও অভিষেক হয় তাঁর। ১১টি ওয়ান ডে ম্য়াচে মোট ১৫ উইকেট নিয়েছেন খলিল। অন্যদিকে ১৪টি -টোয়েন্টি ম্য়াচে ১৩ উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার। খলিল আরও বলেন, ”২০১৯ অনেক দিন আগের কথা। প্রতিদিন আমার মাথায় এই বিষয়টাই চলে। দেশের জার্সিতে খেলার মুহূর্তগুলো মিস করি। যখনই ভারতীয় দল খেলতে নামে মাঠে, তখনই আমি শুধু ভাবি যে যদি আমিও দলের সদস্য হতাম।”

১৫ সদস্যের ভারতীয় দলে তিন পেসারকে নেওয়া হয়েছে। মহম্মদ সিরাজ, যশপ্রীত বুমরা, অর্শদীপ সিংহকে মূল দলে রাখা হয়েছে। এছাড়াও চার স্পিনার রাখা হয়েছে মূল দলে। তাঁরা হলেন যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব ও ২ অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা ও অক্ষর পটেল। 

আরও দেখুন