Cancer: নতুন গাড়ি কেনার পরিকল্পনা রয়েছে? গাড়ির সঙ্গে বাড়িতে আসতে পারে ক্যানসার

ক্যানসার এমন একটি দুরারোগ্য রোগ, যা সময়ের সঙ্গে সঙ্গে বেড়েই চলেছে। অস্বাস্থ্যকর জীবনযাত্রা, জাঙ্ক ফুড খাওয়ার পাশাপাশি আর এমন কিছু রয়েছে যার মাধ্যমে আপনার শরীরে প্রবেশ করতে পারে ক্যান্সার। জানলে অবাক হয়ে যাবেন, শরীরে ক্যান্সার প্রবেশের অন্যতম একটি মাধ্যম হল আপনার শখের গাড়ি।

সম্প্রতি এটি গবেষণায় জানা গেছে, চার চাকা গাড়ির আসন তৈরি করার জন্য যে সমস্ত পদার্থ ব্যবহার করা হয়, সেগুলির প্রভাবে আপনার শরীরে তৈরি হতে পারে ক্যান্সার। গাড়ি গুলি তৈরি হওয়ার সময় সিটগুলিকে দহনযোগ্যতা করে তোলার জন্য ব্যবহার করা হয় বিশেষ কিছু রাসায়নিক, যার ফলে শরীরে ছড়িয়ে যেতে পারে ক্যান্সার।

১৯৭০-এর দশকে ইউ এস ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা নির্ধারিত নিরাপত্তা বিধি মেনে চলার জন্য ফ্লেম রিটার্ডেন্টস ব্যবহার করা হয়েছিল গাড়ির সিটের ফোমে। গবেষণায় জানা গেছে, গাড়িতে দীর্ঘক্ষণ বসে থাকার ফলে এই রাসায়নিকগুলি বিভিন্নভাবে শরীরের ওপর প্রভাব ফেলে।

২০১৫ অথবা তার পরে নির্মিত ১০৮ টি গাড়ির বায়ু নির্মাণ করে জানা গিয়েছে, প্রায় ৯৯% নমুনায় আগুনের শিখা প্রতিরোধক রাসায়নিক পাওয়া গেছে, যা কর্সিনোজেটিক বলে মনে করা হয়। কর্সিনোজেন অর্থাৎ এক ক্লোরো আইসোপ্রোপাইল ফসফেট।

গবেষণায় অর্গানোফসফেট এস্টার ফেল্ম রিটার্ডেন্টের উপস্থিতি লক্ষ্য করা গেছে, যেটি হাঁপানি, স্নায়বিক ক্ষতি, স্থূলতা, প্রতিবন্ধকতা, শিশুর মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের সমস্যা তৈরি করে। শুধু তাই নয়, গাড়ির আসনে থাকা এমন কিছু রাসায়নিকের অস্তিত্ব পাওয়া গেছে যা শিশুদের আইকিউ লেভেল কমিয়ে দেওয়ার ক্ষেত্রে প্রত্যক্ষ ভূমিকা পালন করে।

শিশুরা যেহেতু এক মিনিটের প্রাপ্তবয়স্কদের তুলনায় বেশি শ্বাস নেয়, তাই প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। প্রতিদিন যদি এক ঘন্টা করে গাড়িতে সময় কাটানো হয়, তাতেই মানসিক এবং শারীরিক সমস্যা বেড়ে যাবে অনেকটাই।

এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য গাড়িকে রাখতে হবে ছায়াযুক্ত এলাকায়। দিনের বেশিরভাগ সময় যদি ছায়াযুক্ত এলাকায় গাড়ি পার্ক করা থাকে, তাহলে এই রাসায়নিক শরীরের ওপর প্রভাব ফেলতে পারে না। এছাড়া গাড়ি চলাকালীন যথাসম্ভব গাড়ি কাঁচ নামিয়ে রাখা উচিত যাতে গাড়ির সিটে থাকার রাসায়নিক কোনও ভাবে শরীরের উপর প্রভাব ফেলতে না পারে।