Man beaten to death: ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মারামারি, ভাইকে বাঁচাতে এসে প্রাণ গেল দাদার

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বচসা, তা থেকে মারামারি। সেই মারামারি থামাতে গিয়ে প্রাণ গেল এক ব্যক্তির। শনিবার উত্তর-পশ্চিম দিল্লির ভারত নগর এলাকায় একটি ক্রিকেট ম্যাচ চলাকালীন তার ভাই এবং অন্যান্য খেলোয়াড়দের মধ্যে বচসা শুরু হয়। বচসা থেকে থেকে শুরু হয় মারপিট। খেলোয়াড়দের মধ্যে মারামারিতে হস্তক্ষেপ করার চেষ্টা করায় ২১ বছর বয়সী এক যুবককে পিটিয়ে খুন করা হয়।

মৃতের নাম বিশাল কুমার। ব্যাপক মারধরের ফলে অভ্যন্তরীণ আঘাতের কারণে মারা গিয়েছেন। পুলিশ জানিয়েছে যে একটি খুনের মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারের জন্য একটি দল গঠন করা হয়েছে।

আরও পড়ুন। বিজেপি নেতার নাবালক ছেলে কি দিচ্ছে ভোট? ভিডিয়ো ঘিরে তুঙ্গে বিতর্ক, প্রশ্ন, নির্দেশ তদন্তের

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রতাপ নগর এলাকায় থাকেন রাজীব কুমার নামে ওই ব্যক্তি। তাঁর স্ত্রী ও এক বছরের ছেলে। তার ছোট ভাই ও বোন লেখাপড়া করছে।

ওই আধিকারিক জানিয়েছেন, কুমার সদর বাজারে একটি কসমেটিকস কারখানায় কাজ করতেন।

আরও পড়ুন। মা, স্ত্রী, ৩ সন্তানকে খুন করে আত্মঘাতী ব্যক্তি, হাড়হিম ঘটনা উত্তরপ্রদেশে!

আরও পড়ুন। হাউজিং কমপ্লেক্সে ছয় বছরের শিশুকে কামড়াল কুকুর, সারমেয়দের খেতে দেওয়া দম্পতির ওপর চড়াও পড়শিরা

তার ছোট ভাই কুনাল বাড়ির কাছেই ক্রিকেট খেলতে গিয়েছিল বলে পুলিশ জানিয়েছে। খেলাকে কেন্দ্র করে অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে বচসা শুরু হয়। বচসা থেকে মারপিট বেঁধে যায়। খবর পেয়ে ছুটে আসেন কুমার। তাঁর সঙ্গেও বচসা শুরু হয় অন্যদের। এর পর রাজীব কুমারকে ক্রিকেটের ব্যাট দিয়ে মারতে শুরু করে অন্যান্যরা। মারের জেরে মাথায় আঘাত পান কুমার। ঘটনাস্থলেই তিনি পড়ে যান। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি খুনের মামলা দায়ের করা হয়েছে এবং ইতিমধ্যেই অভিযুক্তদের মধ্যে তিনজনকে চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুন। মাও-ডেরায় নিরাপত্তা বাহিনীর অভিযান! রুদ্ধশ্বাস গুলির লড়াই, ছত্তিশগড়ে নিহত ১২ মাওবাদী