ভুয়ো অভিযোগ করিয়ে স্ত্রীকে জেলে ভরেছে পুলিশ, দাবি পাণ্ডুয়ায় আহত কিশোরের বাবার

গত সোমবার সকালে হুগলির পাণ্ডুয়ায় বোমা বিস্ফোরণের কিশোর মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন গ্রেফতার রীতা বল্লভের স্বামী। ওই বিস্ফোরণে রীতাদেবী ও তাঁর স্বামী শুকদেব মণ্ডলের একমাত্র পুত্র রূপম ২টি হাতই উড়ে গিয়েছে। সোমবার চুঁচুড়ায় বিজেপি দফতরে এক সাংবাদিক বৈঠকে স্থানীয় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের পাশে বসে শুকদেববাবু বলেন, প্রকৃত দোষীদের আড়াল করতে আমাকে দিয়ে সাদা কাগজে গ্রেফতার করিয়ে স্ত্রীকে ধরে নিয়ে গিয়েছে পুলিশ। অসুস্থ ছেলেটা মা-কে পাশে পাচ্ছে না। অথচ তাঁকেই সব থেকে বেশি দরকার।

আরও পড়ুন: ফেক ভিডিয়ো তৈরির অভিযোগে ফের উত্তপ্ত সন্দেশখালি, TMC নেতাকে গণধোলাই মহিলাদের

পড়তে থাকুন: অপরাধীর নাম শেখ শাহজাহাঁ বলেই TMCর গুন্ডারা সন্দেশখালির বোনেদের ভয় দেখাচ্ছে: মোদী

গত সোমবার পাণ্ডুয়ায় পুকুর পাড়ে খেলার সময় বোমা বিস্ফোরণে মৃত্যু হয় রাজ বিশ্বাস (১২) নামে এক কিশোরের। আহত হয় রূপম বল্লভ (১১) ও সৌরভ চৌধুরী (১১) নামে আরও ২ কিশোর। এই ঘটনায় রূপমের বাবা শুকদেবের অভিযোগের ভিত্তিতে মা রীতাকে গ্রেফতার করে পুলিশ। রীতা দেবী ও শুকদেববাবুর বিবাহবিচ্ছেদ হয়েছে।

এদিন শুকদেববাবু বলেন, সেদিন আমি দেখি ছেলের একটা হাত নেই। আরেকটা হাত অর্ধেক উড়ে গেছে। পাণ্ডুয়া হাসপাতালে নিয়ে গেলে বলল চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যেতে। সেখানে ছেলেকে নিয়ে ভর্তি করি। তখন আমার মাথার ঠিক নেই। হাসপাতালের বাইরে এক পুলিশকর্মী এসে একটা সাদা কাগজ দিয়ে বললেন এই কাগজে সই করো। তার পর স্ত্রীর বিরুদ্ধে কী কী বলতে হবে সব বোঝালেন। আমি তখন ছেলেকে নিয়ে ব্যস্ত। তাই পুলিশ যা বলতে বলেছিল তাই বলেছি। বলেছি, রীতাই ছেলেকে খুন করতে বোমা ছুড়েছে।

আরও পড়ুন: এর পর লোকে বউয়ের মধ্যেও মমতার মুখ দেখতে পাবে, চাঞ্চল্যকর দাবি সুকান্ত মজুমদারের

এর পর দেখি পুলিশকর্মীরা আমার স্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছে। আমি বললাম, ছেলের এই অবস্থা এখন ওর মা-কে নিয়ে গেলে হবে কী করে? পুলিশ আধিকারিকরা বললেন, ওকে থানায় নিয়ে গিয়ে ছেড়ে দেব। কিন্তু তার পর ওরা আমার স্ত্রীকে জেলে পাঠিয়ে দিয়েছে। এদিকে আমার ছেলেটা হাসপাতালে পড়ে মা – মা করছে। ওর এখন মা-কে সব থেকে বেশি দরকার। অথচ তাঁকে মিথ্যা মামলা দিয়ে জেলে ভরে রেখেছে পুলিশ। আমার বউ এই বিস্ফোরণের বিন্দু-বিসর্গ জানে না। আসল অপরাধীদের আড়াল করতে পুলিশ এরকম করেছে। আমার স্ত্রীকে অবিলম্বে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করতে হবে পুলিশ আধিকারিকদের।