7 Dry Days in Kolkata: মে’র শেষ ও জুনের শুরু মিলিয়ে ৭ দিন মদ মিলবে না কলকাতায়! কবে, কবে? রইল তালিকা

ভোটের গুঁতোয় মে’র শেষ এবং জুনের শুরুতে কলকাতায় সাতটি ‘ড্রাই ডে’ থাকবে। তবে একেবারে একটানা সাতটি ‘ড্রাই ডে’-র ‘কষ্ট’ সইতে হবে না কলকাতাকে। তিনটি দফায় মোট সাতদিন মদ বিক্রি হবে না মহানগরীতে। যদিও সেই বিষয়টি নতুন কিছু নয়। আদর্শ আচরণবিধির জন্য যে যে লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে, সেইসব আসনের পাশাপাশি পার্শ্ববর্তী লোকসভা কেন্দ্রগুলিতেও মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি থাকে। তাই আগামী ২০ মে কলকাতায় ভোটগ্রহণ না হলেও মহানগরীতে মদের দোকান বন্ধ থাকবে। আগামী ১ জুন কলকাতায় ভোটগ্রহণ হওয়ায় স্বভাবতই মদ মিলবে না। আর আগামী ৪ জুন লোকসভা ভোটের গণনার ক্ষেত্রেও মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি থাকবে না কলকাতায়।

কবে কবে মদ বিক্রি বন্ধ থাকবে কলকাতায়?

১) ১৮ মে (শনিবার) সন্ধ্যা ছ’টা থেকে মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হবে। রবিবার (১৯ মে) সারাদিন মদ মিলবে না। সোমবার (২০ মে) যতক্ষণ ভোটগ্রহণ হবে, ততক্ষণ মদ বিক্রি বন্ধ থাকবে কলকাতায়।

২) ৩০ মে (বৃহস্পতিবার) সন্ধ্যা ছ’টা থেকে কলকাতায় মদ মিলবে না। ৩১ মে (শুক্রবার) মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি থাকবে। ১ জুন সন্ধ্যা পর্যন্ত মদ মিলবে না। যতক্ষণ ভোট চলবে, ততক্ষণ মদ কিনতে পারবেন না কলকাতাবাসী।

৩) আর ৪ জুন (মঙ্গলবার) পুরো ‘ড্রাই ডে’ থাকবে। সেদিন মদ ছাড়াই কাটাতে হবে কলকাতার মানুষকে।

আরও পড়ুন: Airport to Haldiram metro service start: চার দশকের পুরনো স্ট্র্যাটেজি মেট্রোর! এয়ারপোর্ট-হলদিরাম অংশে কবে পরিষেবা শুরু?

২০ মে কোথায় কোথায় ভোট আছে?

পঞ্চম দফায় পশ্চিমবঙ্গে বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগে ভোটগ্রহণ হবে। অর্থাৎ কলকাতার পার্শ্ববর্তী এলাকায় ভোটগ্রহণ হতে চলেছে। সেজন্য কলকাতায় মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি থাকবে।

আরও পড়ুন: CBSE Class 12th Exam ‘Topper’ Vanshika: মা’কে ‘সেরা’ বার্থডে গিফট! CBSE দ্বাদশে কলকাতায় ‘প্রথম’ বংশিকা, ছিল না গৃহশিক্ষক

১ জুন কোথায় কোথায় ভোট হবে?

পয়লা জুন সপ্তম তথা শেষ দফার ভোট হবে পশ্চিমবঙ্গে-সহ পুরো দেশে। পশ্চিমবঙ্গের মধ্যে দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তরে ভোটগ্রহণ হবে।

আরও পড়ুন: Srinagar record voting: শ্রীনগরে ২৮ বছরে পড়ল সর্বোচ্চ ভোট! ৩৭০ ধারার জাদুতে ৫ বছরে ২.৫ গুণ হল ভোটদান?