IPL 2024 GT vs KKR Gujarat Titans vs Kolkata Knight Riders match delayed after lightning and light drizzle

আমদাবাদ: আইপিএলে সোমবার মুখোমুখি গুজরাত টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্স। যে ম্যাচে জিতলেই পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা নিশ্চিত হয়ে যাবে কেকেআরের। সেই সঙ্গে এ-ও নিশ্চিত হয়ে যাবে যে, কোয়ালিফায়ার ওয়ান খেলবেন নাইটরা। যার অর্থ, ফাইনালে ওঠার জন্য বাড়তি আরও একটা সুযোগ পাওয়া যাবে।

অথচ আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেই ম্যাচ শুরুই করা গেল না। এমনকী, হল না টসও। এবং সেটা এক অদ্ভুত কারণে।

ম্যাচের আগে আচমকা শুরু হয় বজ্রপাত। এতটাই যে, ক্রিকেটারদের মাঠে নামতেই নিষেধ করা হয়। তখনই ঠিক হয় যে, টস পিছিয়ে যাবে। এমনিতে রাতের ম্যাচে সন্ধ্যা সাতটায় হয় টস। তার ৩০ মিনিট পর, সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয় ম্যাচ। তবে সোমবার নির্ধারিত সময়ে টস করা যায়নি। রাত আটটা বেজে গেলেও ম্যাচ শুরু হওয়ারও কোনও খবর নেই। 

বজ্রপাতের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টিও। যে কারণে পিছিয়ে গেল ম্যাচ।

আরও পড়ুন: আইপিএল চলাকালীনই দেশে ফিরে গেলেন ইংরেজ তারকা, কেন আচমকা এই সিদ্ধান্ত?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন